আফগানিস্তান সিরিজের আগে, চলাকালীন সময় এবং পরে তিন জায়গায়ই আলোচনায় রশিদ খান। যেই রশিদে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ সেই রশিদকে নিয়ে অবশ্য বাংলাদেশি ক্রিকেটাররা তেমন কিছুই বলেনি। কিন্তু গোটা সিরিজে রশিদকে একটা পিওর হিট করতে পেরেছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। সেই টাইগার ব্যাটসম্যানটির নাম আরিফুল হক। সিরিজে মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছে আরিফুল। শেষ বলে আপ্রাণ চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি আফগানি ফিল্ডার শফিকের দুর্দান্ত ফিল্ডিংয়ে।
টাইগার এই অলরাউন্ডারের মতে ‘রশিদ খানের নাম বিচার না করে তার বল ধরে ধরে খেললেই ফলটা ভিন্ন হতো।’ শেষ ম্যাচ প্রসঙ্গে আরিফুল বলেন,‘ জাতীয় দলের হয়ে আমি মাত্র তিনটি টি-টোয়েন্টি খেলেছি। আমি যদি জেতাতে পারতাম, তাহলে এই ম্যাচের স্মৃতি মৃত্যু পর্যন্ত মনে রাখতাম। তবে আমার দুর্ভাগ্য, আমি করতে পারিনি।’
আরিফুল আরও যোগ করেন,‘ সত্যি বলতে কী, আমার বিশ্বাস ছিল আমি ম্যাচটা জেতাতে পারব। ক্রিজে যাওয়ার পরই ব্যাটিং শুরু করে দিয়েছি, তিনটি বল খেলতে হয়েছে। শেষ বলটা বাঁচা-মরার লড়াই ছিল, চার বা ছয় মারতেই হতো। রিয়াদ ভাই শুধু বল দেখতে বলেছিলেন, বেশি চিন্তা না করে মারতে বলেছিলেন। খ্যাতি পাওয়ার জন্য দারুণ সুযোগ ছিল, মেরেছিলামও বলটা। তবে ভাগ্য ছিল না। ক্রিকেট তো মাঝে মাঝে ভাগ্যের ব্যাপারও। আমার মনে হয় ভাগ্যটাও রশিদের পক্ষেই গেছে।‘
আরিফুলের মতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। ‘যদি আমরা ওয়েস্ট ইন্ডিজে ভালো করতে পারি তাহলে আফগানিস্তান সিরিজের ব্যর্থতা মনে থাকবে না।’