চুপ বেয়াদব, বিধি শেখাও’!!

কাকারাগারে উত্তেজিত হয়ে কারা কর্মকর্তাকে বললেন, ‘চুপ বেয়াদব’। । কারা কর্তৃপক্ষ বলছে, বেগম জিয়ার আচরণ কারা শৃঙ্খলার পরিপন্থী। এজন্য তিনি কারা বিধি অনুযায়ী শাস্তি পেতে পারেন। ঘটনার সূত্রপাত গতকাল বিকেলে। কারাগারের একজন উর্ধ্বতন কর্মকর্তা নাজিম উদ্দিন রোডের কারাগারে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান। সাক্ষাতে তাঁরা বলেন, ‘সরকারের বিধান অনুযায়ী আমরা আপনাকে ইউনাইটেড হাসপাতালে নিতে পারছি না। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেতে না চাইলে সরকার আপনাকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নিতে চায়।’ এ পর্যায়ে বেগম জিয়া ভীষণ উত্তেজিত হয়ে বলেন, ‘চুপ বেয়াদব, আমাকে বিধি শেখাও। আমি ইউনাইটেড ছাড়া কোথাও যাবো না।’ এরপর বেগম জিয়া উত্তেজিত হয়ে অশোভন ভাষায় কারা কর্মকর্তাকে বকাঝকা করেন।

কারা সূত্রে জানা গেছে, বেগম জিয়ার এই আচরণ কারা শৃংখলার পরিপন্থী। জেল কোড অনুযায়ী একজন কারাবন্দী, কারাগারে দায়িত্বরত কারো সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে পারেন না। এ ধরণের অপরাধের জন্য তাঁর কারা অভ্যন্তরেই শাস্তির ব্যবস্থা রয়েছে। কী ধরণের শাস্তি, জানতে চাওয়া হলে, কারা কর্তৃপক্ষ বলেন, ‘তাঁর সাক্ষাত বন্ধ হতে পারে, ভালো আচরণের জন্য দণ্ড মওকুফের সুবিধা তিনি হারাতে পারেন।’

কারা সূত্র প্রাপ্ত খবরে জানা গেছে, গতকাল সারাদিনই বেগম জিয়া রুদ্র মূর্তিতে ছিলেন।

বাংলা ইনসাইডার/