মেসি বিশ্বকাপ না জিতলে ম্যারাডোনাকে ছাপিয়ে যেতে পারবে না: পিরলো

ডিয়েগো ম্যারাডোনাকে ছাপিয়ে যেতে হলে লিওনেল মেসিকে বিশ্বকাপ জিততে হবে বলেই মনে করছেন আন্দ্রে পিরলো। ইতালির সাবেক এই মিডফিল্ডারের মতে, সঠিক খেলোয়াড়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ভালো করার সম্ভাবনা রয়েছে। ব্রাজিলের ভালো করার সম্ভাবনাও বেশি দেখছেন পিরলো

ডিয়েগো ম্যারাডোনা, না লিওনেল মেসি? আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের কাছে সেরা ফুটবলারের প্রশ্নে এ দুজনই শেষ কথা। কেউ বেছে নেন ম্যারাডোনাকে, কেউ মেসিকে। তবে একজন ইতালিয়ান মনে করেন, বিশ্বকাপ জিততে না পারলে মেসি তাঁর পূর্বসূরিকে ছাপিয়ে যেতে পারবেন না। তিনি আন্দ্রে পিরলো।

ইতালির কিংবদন্তি এই মিডফিল্ডারের যুক্তি, ১৯৮৬ বিশ্বকাপজয়ী ম্যারাডোনাকে টপকে যেতে হলে মেসিকে ফুটবলের সেরা ট্রফিটা জিততে হবে। ২০০৬ বিশ্বকাপজয়ী পিরলো এ নিয়ে গোল ডট কমকে বলেন, ‘রাশিয়ায় বিশ্বকাপ জেতা মেসিও আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ। মেসিকে সব সময় ম্যারাডোনার সঙ্গে তুলনা করা হয়, কিন্তু তাঁর বিশ্বকাপ জেতা দরকার। কারণ, মেসি বিশ্বকাপ না জেতা পর্যন্ত ম্যারাডোনাকে ছাপিয়ে যেতে পারবে না।’

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও কথা বলেছেন সাবেক এই মিডফিল্ডার, ‘আর্জেন্টিনার হাতে নিজেদের গুছিয়ে নেওয়ার মতো যথেষ্ট সময় আছে। সঠিক খেলোয়াড় খুঁজে বের করে সঠিকভাবে প্রয়োগ করলে বিশ্বকাপে ভালো করা সম্ভব হবে আর্জেন্টিনার জন্য। তবে স্পেনের সঙ্গে বড় ব্যবধানে হার রাশিয়া যাওয়ার আগে আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হতে পারে। আর্জেন্টিনা তা নিশ্চয়ই কাটিয়ে উঠবে।’

আর্জেন্টিনাকে বিশ্বকাপে ভালো করতে দলটির সব খেলোয়াড়কেই জ্বলে উঠতে হবে বলেও মনে করেন পিরলো, ‘আর্জেন্টিনার হাতে ভালো খেলোয়াড় আছে। কিন্তু তাঁদের সবাইকে সঠিক মুহূর্তে জ্বলে উঠতে হবে।’

পিরলোর দেশ ইতালি এবার নেই বিশ্বকাপে। আর তাই এই বিশ্বকাপে কোনো দলকেই সমর্থন দিচ্ছেন না তিনি, ‘যেহেতু বিশ্বকাপে ইতালি নেই, আমি কাউকে সমর্থন দিচ্ছি না। প্রতিটা ম্যাচ শুধু দেখে যাব। তবে আমার মতে, এবার বিশ্বকাপে ভালো করবে ব্রাজিল। ইংল্যান্ডের কেনের ওপর চোখ রাখব, তার ওপর আমার অনেক আশা আছে।’

  • ব্রেকিংবিডিনিউজ২৪ / ১২ জুন ২০১৮ / তানজিল আহমেদ