তামিম-মাশরাফির ভিডিও নিয়ে সালমার আফসোস

বিদেশ থেকে সিরিজ বা টুর্নামেন্ট খেলে দেশে কতই তো ফিরেছেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু এমন রাজসিক সংবর্ধনা কি কখনো পেয়েছেন সালমারা? কখনোই পাননি। সোমবার (১১ জুন) সন্ধ্যায় ছয়টায় বিমানবন্দরে নেমেই দল চলে এল সোজা হোটেল সোনারগাঁওয়ে। বিসিবির শীর্ষ কর্তারা সেখানে বরণ করে নিলেন ফুল দিয়ে। মেয়েদের অভিনন্দন জানাতে হোটেল সোনারগাঁওয়ে এসেছিলেন সাকিব-রিয়াদরাও।

সবাই সালমা খাতুনের কথা শুনতে চান। রুমানা আহমেদের কথা শুনতে চান। বিজয়ী মেয়েদের কথা শুনতে চান। সালমা কুয়ালালামপুরেই বলেছেন। দেশে ফিরেও বললেন অসামান্য এই অর্জন নিয়ে, ‘বিমানবন্দরে নেমেই শুধু উপহার পাচ্ছি। অনেক ভালো লাগছে। শ্রীলঙ্কার সঙ্গে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরও আমাদের আত্মবিশ্বাস ছিল ঘুরে দাঁড়াতে পারব। সেটি পেরেছিও।’

কথা বলতে বলতে বলে ফেললেন তামিম-মাশরাফিদের উল্লাসের কথা। ‘তামিম ভাইদের ভিডিওটা আমাদের সবার খুব ভালো লেগেছে। যখন এক বলে ২ রান দরকার তখন উনারা সবাই খুব উৎকণ্ঠায় ছিলেন। ভাইরা দুই রান, দুই রান করে চিৎকার করছিলেন, সেটাই হল। আফসোস হল এটা আমরা দেখার আগেই পুরো বিশ্ব দেখে ফেলেছে। তবে আমরা পরে দেখেও অনেক মজা পেয়েছি। ভাইয়ারা আমাদের জয়ে খুব রোমাঞ্চিত ছিল। আমরা যে তাদের এই রোমাঞ্চটা দিতে পেরেছি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’