বিশ্বকাপ উদ্বোধনে স্ট্রেজ মাতাবেন রুশ সুন্দরী

বিশ্বকাপে বিশ্ব কাঁপে। রাশিয়া বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বৃহস্পতিবার (১৪ জুন) সন্ধ্যায় মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে স্ট্রেজ মাতাবেন ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামস এবং রাশিয়ান গায়িকা আইদা গারিফুলিনা। মঞ্চে থাকবেন দু’বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলীয় ফুটবল তারকা রোনালদো।

বছর দু’য়েক আগে রাশিয়ায় পারফর্ম করার ক্ষেত্রে এই ব্রিটিশ পপ তারকাকে নির্বাসনের দাবি উঠেছিল। কিন্তু ২০১৮ বিশ্বকাপের উদ্বোধনে খবরের শিরোনামে উঠে আসবেন সেই পপ তারকায়। উদ্বোধনী ম্যাচের ঠিক আধ ঘণ্টা আগে পারফর্ম করবেন উইলিয়ামস-গারিফুলিনা। স্বাগতিক রাশিয়া আর সৌদি আরবের লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হয়ে যাবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবলের ২১তম আসরের লড়াই।

গ্লোবাল মিউজিক আইকন ও রুশ সুন্দরীর পারর্ফম দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন প্রায় ৮০ হাজার দর্শক। এছাড়াও সারা বিশ্বে টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী। রাশিয়ার মাটিতে বিশ্ব ফুটবলের মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে খুশি উইলিয়ামস। ব্রিটিশ পপ তারকা বলেন, ‘রাশিয়ায় ফিরতে পেরে আমি দারুণ খুশি। তার পর আবার বিশ্বকাপের মতো মঞ্চে। ক্যারিয়ারে অনেক শো করেছি। কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী মঞ্চে হাজার হাজার দর্শকের সামনে পারফর্ম করাটা অবশ্যই স্বপ্ন। আমরা স্টেডিয়ামে ফুটবল ও মিউজিক প্রেমীদের আমন্ত্রণ জানাছি।’

আগের এডিশনের থেকে এবারের উদ্বোধনী অনুষ্ঠান কিছুটা আলাদা হবে বল জানা গিয়েছে। উদ্বোধনী ম্যাচের আধ ঘণ্টা আগে শুরু হবে মিউজিক কনসার্ট। অনুষ্ঠান হবে ফুটবল ও আয়োজক দেশের ঐতিহ্য মেনেই। ব্রিটিশ পপ স্টারে সঙ্গে স্ট্রেজ মাতাবেন বছর তিরিশের রুশ গায়িকা আইদা। তিনি বলেন, আমি কখনও কল্পনা করিনি, এই রকম অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পাব। দেশের মাটিতে বিশ্বকাপ হচ্ছে। ১৫ জুলাই এই স্ট্রেজেই আমরা চ্যাম্পিয়নকে খুঁজে পাব। রাশিয়ায় এক মাস ধরে ফুটবল উৎসব চলবে।’

প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের আসর বসছে রাশিয়া। দেশের ১১টি শহরের মোট ১২টি স্টেডিয়ামে হবে ফুটবলের বিশ্বযুদ্ধ। ৩২টি দেশের ফুটবল যুদ্ধের সাক্ষী থাকবে সারা বিশ্ব। ৬৪টি ম্যাচের লড়াইয়ে খেতাব জিতবে একটি দেশ। ১৫ জুলাই মস্কোর লুজনিকি স্টেডিয়ামে চ্যাম্পিয়নদের হাতে উঠবে বিশ্বসেরার ট্রফি।