ফিটনেস টেস্টে ফেল ব্যর্থ হয়ে বাদ পড়লেন শামি

সমস্যা পিছু ছাড়ছে না মোহম্মদ শামির৷ ফিটনেস টেস্টে ব্যর্থ হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্ট থেকে বাদ পড়লেন এই ডানহাতি পেসার৷ ১৪ জুন থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে শুরু হচ্ছে ভারত-আফগান টেস্ট৷ এই ম্যাচ দিয়েই টেস্টের আঙিনায় পা-রাখছে আফগানিস্তান৷

বিসিসিআই’র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘শামির বদলি হিসেবে জাতীয় নির্বাচক কমিটি নভদীপ সাইনিকে আফগানিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের দলে নিয়েছে৷ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে পাশ করতে পারেনি শামি৷ তার পরই তার বদলির সিদ্ধান্ত নেওয়া হয়৷’

২৭ বছরের চোটপ্রবণ শামি আইপিএলে জঘন্য পারফরম্যান্সের পরও আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের দলে ছিলেন৷ সাংসারিক বিবাদের জেরে বাইশ গজে শামির পারফরম্যান্সে প্রভাব পড়ে৷ টিম ইন্ডিয়ার ডানহাতি পেসারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন শামি পত্নী হাসিন জাহান৷

এখনও পর্যবন্ত দেশের হয়ে ৩০টি টেস্টে ১১০টি উইকেট নেন বাংলার এই ডানহাতি পেসার৷ ২০১৩ ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় শামির৷ অভিষেক টেস্টেই ৯ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি৷ তার পর ধারাবাহিকতা দেখালেও সম্প্রতি তার পারফরম্যান্স তলানিতে ঠেকে৷