বৈঠকে ট্রাম্প-কিম

কয়েক মাস ধরে চলা নানা নাটকীয়তা শেষে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পুরো বিশ্ব উদ্বিগ্ন হয়ে তাদের বৈঠকের ওপর নজর রাখছে। বিশ্ববাসীর মনে একটাই উদ্বেগ- বৈঠক শেষে উভয় পক্ষ কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণে সম্মত হবে কিনা!

কাতার- ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯:০৫ মিনিটে(বাংলাদেশ সময় সকাল ৭:০৫ মিনিট) টানা ৪৮ মিনিট বৈঠকে বসেন ট্রাম্প ও কিম। এসময় তাদের সঙ্গে ছিল কেবল তাদের অনুবাদকরা।

৪৮ মিনিটের ওই সংক্ষিপ্ত বৈঠক শেষে নিজ নিজ সহযোগীদের নিয়ে একটি দীর্ঘ বৈঠকে বসার জন্য বিরতি নিয়েছেন দুই নেতা। ধারণা করা হচ্ছে ওই বৈঠকটি ৯০ মিনিট দীর্ঘ হবে ও মধ্যাহ্নের আগ দিয়ে শেষ হবে।

দুই নেতা ব্যক্তিগত বৈঠকে বসার আগে সংবাদমাধ্যমের ফটোগ্রাফার ও টেলিভিশনের ক্যামেরার সামনে হালকা কথা বলেন। তারা বলেন, আমরা একসঙ্গে এই (বৈঠক) সফল করতে ইচ্ছুক। এটা সফল হবে।