ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে মাঠে নেমেছিলেন বাংলাদেশ জাতীয় দলের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। কিন্তু তৃতীয় ম্যাচের একাদশে রাখা হয়নি তাকে। সিরিজের প্রথম ম্যাচে শূন্য এবং দ্বিতীয় ম্যাচে ১৩ রানে আউট হওয়াতে সবার ধারণা ছিল, খারাপ পারফরম্যান্সের কারণে তৃতীয় ম্যাচে বাদ পড়েছেন তিনি।
কিন্তু পরে জানা যায়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জায়গা হয়নি সাব্বিরের। আর নেপথ্যে কারণ হলো অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সাথে কথা কাটাকাটি হয়েছিল তার। এমনকী এক পর্যায়ে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন দু’জন। আর এমন বিষয়টি নিশ্চিত করেছে ভারত সফরে দলের সঙ্গে থাকা সংশ্লিষ্টরা।
তবে এ নিয়ে এবার ফেসবুক লাইভে কথা বলেন সাব্বির ও মিরাজ। ভক্তদের সামনে লাইভে এসে দুইজন ক্লিয়ার করতে চেয়েছেন সেদিনের ন্যাক্কারজনক বিষয়গুলো। চেষ্টা করেন নিজেদের খারাপ ঘটনাটি আড়ালের।
রোববার (১০ জুন) রাতে লাইভটিতে প্রথমে বাংলাদেশের মেয়েদের জয়ে উচ্ছ্বাস প্রকাশের মধ্যদিয়ে কথা শুরু করেন সাব্বির। এসময় তিনি বলেন, ‘প্রাকটিসে আমরা হার্ড ওয়ার্ক করি। কিন্তু কথা হলো, হার্ড ওয়ার্ক করলেই যে ভালো ফল পাওয়া যায় তা কিন্তু না। তবে হ্যাঁ, আমাদের সামনে নিউজিল্যান্ড সিরিজ। সেখানে ভালো করতে হবে। আর মেয়েদের এমন জয় সত্যিই গর্বের।
এর কিছুক্ষণ পরই সতীর্থ মিরাজকে লাইভ সঙ্গী করেন সাব্বির। তখন দুইজনের মধ্যে ভুল-বুঝার সর্ম্পকে কথা বলেন তিনি। বলেন, ‘আমি বড় হযে যে কাজটি করেছি সেটা উচিত হয়নি। সত্যি কথা বলতে আমি মিরাজকে অনেক ভালোবাসি।’
এরপর সে কথার সূত্র ধরে মিরাজ বলেন, ‘অনেকে অনেকরকম কমেন্টস করছেন। সত্যি কথা বলতে আমাদের মাঝে তেমন কিছুই হয়নি। ’
মিরাজের কথা না ফুরাতেই সাব্বির বলেন, ‘ওর সঙ্গে আমার ১০-১১ বছরের সম্পর্ক। একসাথে থাকলে মিস আন্ডারস্টান্ডিং হতেই পারে। ফ্যামিলির মধ্যে গণ্ডগোল হবে এটাই স্বাভাবিক। ভাইরাল হয়ে গেছে, আমরা মারা-মারি করেছি। এসব ভুল ধারণা। এমন কিছুই ঘটেনি।
হয়তো এখানে কথার ফুলস্টপ করতে চেয়েছেন দুইজন। তাই কথার মোড় ভিন্ন দিয়ে ঘুরিয়ে নেন দুইজন। আবার কথা শুরু করেন মেয়েদের এশিয়া কাপ সম্পর্কে। যাই হোক এখন দেখার বিষয় দুইজনের হাতা-হাতি কিংবা মারামারি বিষয়টি কতদূর গিয়ে গড়ায়। কি ব্যবস্থা নেয় বিসিবি।