রোমারিওকে ছুঁয়ে ফেললেন নেইমার

যে গতিতে এগোচ্ছেন নেইমার জুনিয়র তাতে দেশের পক্ষে সর্বোচ্চ গোলদাতা হওয়া সময়ের ব্যাপার মাত্র। আর সেই দৌঁড়ে এবার ছুঁয়ে ফেললেন ব্রাজিলের আরেক কিংবদন্তী ফুটবলার রোমারিও’র ৫৫ গোলের রেকর্ড। রোমারিও ও নেইমার দুজনেই এখন তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।

রাশিয়া বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল। ওই ম্যাচে ব্যক্তিগত ৫৫তম গোলটি পেয়ে যান নেইমার। তার সামনে এখন শুধু ব্রাজিলিয়ান দুই কিংবদন্তি পেলের ৭৭ গোল এবং রোনাল্ডোর ৬২ গোল।।

ইনজুরির কারণে চার মাস মাঠের বাইরে থেকে ফিরেও নিয়মিত গোলের দেখা পাচ্ছেন এই স্ট্রাইকার। ১৭ জুন রাশিয়া বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবেন তিতের শিষ্যরা। সেখানে নেতৃত্বে থাকবেন এই নেইমারই।