মেসিদের বিশ্বকাপ মিশনে আরেকটি ধাক্কা

আর্জেন্টাইন শিবিরে উনজুরির মিছিলটা ধীরে ধীরে লম্বাই হচ্ছে। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার পূর্বেই দলের গোলরক্ষক সার্জিও রোমেরো ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন। পরে সে তালিকায় যুক্ত হলেন দলের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার ম্যানুয়েল লানজিনি। আর্জেন্টিনা দলের অনুশীলনে ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ম্যানুয়েল লানজিনির রাশিয়া বিশ্বকাপে খেলার স্বপ্নের অপমৃত্যু ঘটেছে।

নতুন করে এসেছে আরেকটি দুঃসংবাদ। আর্জেন্টিনা দলের মাঝমাঠ সামলানোর মূল দায়িত্ব যার ওপর, সেই এভার বানেগাকে বিশ্বকাপে দেখা যাবে কিনা তা নিয়েই এখন ঘোর সংশয়।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে জানাচ্ছে, অনুশীলনের সময় পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন বানেগা। শুরুতে গুরুত্ব না দিলেও ২৯ বছর বয়সী মিডফিল্ডারের চোট এখন কোচ হোর্হে সাম্পাওলির মাথাব্যথার কারণ।

বানেগার বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে কিনা তা এখনও পরিষ্কার করেনি আর্জেন্টিনা। টিম ম্যানেজমেন্ট সময় নিচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তের আগে।

তবে শুরুতে লুকোছাপা করলেও বানেগার চোটের খবর ফাঁস হয়ে গেছে। বানেগার বিকল্প খোঁজাও শুরু করেছেন আর্জেন্টাইন কোচ। এনজো পেরেজ, লিওনার্দো পারাদেস কিংবা গুইডো পিজ্জারো ঢুকতে পারেন ২৩ জনের দলে; বানেগা-লানজিনির বিকল্প হয়ে।

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপ থেকে ১৬ জুন আইসল্যান্ডের মুখোমুখি হয়ে শিরোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এই গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ২১ জুন ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার পর ২৬ জুন নাইজেরিয়ার বিপক্ষে লড়বে সাম্পাওলির দল।