মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের জন্য বিশেষ একটি খবর প্রকাশ মালয়েশিয়া ইমেগ্রেশন প্রধান!!

প্রিয় প্রবাসী ভাইয়েরা, প্রবাসিদের খবর সম্ভবত আমরাই সবচেয়ে বেশি প্রচার করে থাকি । প্রবাসীদের যে খবর গুলো জানা খুব দরকার সেটা বিবেচনায় রেখে আমরা প্রতিনিয়ত খবর প্রচার করে থাকি । আমরা প্রবাসীদের পাশে আছি সবসময়। আমাদের ভিডিও বা লিখিত খবর যদি আপনাদের কাজে আসে তাতেই আমরা তৃপ্ত।

যারা ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে নাম রেজিস্ট্রেশন করেছেন তাদের বায়োমেট্রিক প্রক্রিয়া (আংগুলের ছাপ গ্রহণ) ৩০ জুন ২০১৮ পর্যন্ত চলবে।

 

 

 

http://greenbanglanews.net/wp-content/uploads/2018/06/33982945_822264057963339_840776303874408448_n-233x300.jpg

রিহায়ারিং প্রোগ্রামে যারা ভিসা পাবেন না তাদের ৩+১ এর আওতায় ইমিগ্রেশনে জরিমানা দিয়ে দেশে ফিরে যেতে হবে।

http://greenbanglanews.net/wp-content/uploads/2018/06/34054220_822264027963342_925021833982377984_n-234x300.jpg

 

 

যারা রিহায়ারিং এ নাম রেজিস্ট্রেশন করেননি বা অবৈধভাবে আছেন তারা ৩০ জুলাই ২০১৮ তারিখের মধ্যে ৩+১ এর আওতায় জরিমানা দিয়ে দেশে ফেরত যেতে পারবেন।

সাবধান: নতুন করে রিহায়ারিং প্রোগ্রামে নাম লেখার সুযোগ নাই।
ধন্যবাদ।