জেরুজালেম নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইহুদিদের মধ্যে বিভক্তি বাড়ছে

আমেরিকান জুইশ কমিটির এক জনমত জরিপ বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে বিশ্বের দুটি বৃহৎ ইহুদি জনগোষ্ঠীর মধ্যে বিভক্তি বাড়ছে। জনমতে ৭৭ ভাগ ইসরায়েলি ইহুদি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প পরিচালনা করছেন তা সমর্থন করলেও যুক্তরাষ্ট্রের মাত্র ৩৪ ভাগ ইহুদি তা সমর্থন করেন। অর্থাৎ ৫৭ ভাগ আমেরিকান ইহুদি প্রেসিডেন্ট ট্রাম্পকে এক্ষেত্রে সমর্থন করছেন না।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে ট্রাম্প যে সিদ্ধান্ত নেন তাতে এ দুটি দেশের ইহুদিদের মনে চিড় ধরে। যেসব ইহুদি ট্রাম্পের এ সিদ্ধান্ত মানছেন না তারা মনে করেন, শান্তি আলোচনার মধ্যে দিয়েই বিষয়টির ফয়সালা হওয়া উচিত ছিল এবং গত ৭ দশক ধরে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে সব ধর্মের অনুসারীদের কাছে গুরুত্বপূর্ণ বলে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করে আসছিল। জেরুজালেম নিয়ে ট্রাম্পের ঘোষণায় ফিলিস্তিন ও আন্তর্জাতিক বিশ্ব বিতর্কের ঝড় তুলেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের বলে স্বীকৃত হয়ে আসছে।

ওই জনমত জরিপে ৮৫ ভাগ ইসরায়েলি ইহুদি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে সমর্থন করছেন। ৪৬ ভাগ আমেরিকান ইহুদি তা করেননি। জেরুজালেমে আমেরিকান জুইশ কমিটির গ্লোবাল ফোরামকে সামনে রেখে এ জনমত জরিপ করা হয়। তবে অধিকাংশ আমেরিকান ইহুদি ছাড়াও ডেমোক্রেটরা ট্রাম্প ও নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী ঘোষণার জন্যে। এছাড়া জরিপে ৫৯ ভাগ আমেরিকান ইহুদি ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ৪৪ ভাগ ইসরায়েলি ইহুদি তা সমর্থন করছেন। এছাড়া জেরুজালেমের পশ্চিম দেওয়ালে নারী ও পুরুষের এক সঙ্গে প্রার্থনাকে ৭৩ ভাগ আমেরিকান ইহুদি সমর্থন করলেও ইসরায়েলের ৪২ ভাগ ইহুদি তা সমর্থন করেন। এর আগে আরেক জরিপে ৬১ ভাগ ইসরায়েলি ইহুদি গাজায় দেশটির সামরিক হামলাকে সমর্থন করেছিল। ইসরায়েল ন্যাশনাল নিউজ