[দ্রষ্টব্য : সব প্রশ্নের উত্তর দিতে হবে। ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১. সংক্ষেপে উত্তর দাও : ১–২০ = ২০
১. ভাজ্য ২৪৬৫, ভাজক ১০ ও ভাগশেষ ৫ হলে, ভাগফল কত?
২. ১০০ লিচুর দাম ২০০ টাকা, ১০টি লিচুর দাম কত?
৩. কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ৭ যোগ করলে যোগফল ২৪ ও ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
৪. ২-৩/৭ – ১-১/৭ = কত?
৫. ১ কেজি চালের দাম ২৪.৭৫ টাকা হলে ১ কুইন্টাল চালের দাম কত টাকা?
৬. তোমার শ্রেণিতে প্রথম সাময়িক পরীক্ষায় ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ৫০% শিক্ষার্থী গণিতে পাস করেছে। কতজন গণিতে পাস করল?
৭. একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ০.১ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত?
৮. একটি আদর্শ পরিবারের লোকসংখ্যা কত?
৯. দৈনন্দিন বাড়ির কাজে, দোকানে এবং ক্ষুদ্র ব্যবসায় ব্যবহার করা হয় কোন ধরনের ক্যালকুলেটর?
১০. নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজ্য নির্ণয়ের সূত্র কী?
১১. খোলা বাক্য কাকে বলে?
১২. ১২-এর গুণনীয়কগুলো লেখ।
১৩. ২/৩ এবং ২-৪/৯ এর মধ্যে কোনটি মিশ্র ভগ্নাংশ?
১৪. ০.৩–০.০৩–০.০০০৩–৩০ = কত?
১৫. শতকরা প্রতীক কী?
১৬. বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এমন জ্যাকে কী বলা হয়?
১৭. দৈর্ঘ্য পরিমাপের মূল এককের নাম কী?
১৮. ৩১ দিনে মাস হয় এরূপ ইংরেজি মাস কয়টি?
১৯. আধুনিক কম্পিউটারের জনকের নাম লেখ।
২. একটি গাড়ি ১৫ লিটার পেট্রল দিয়ে ৩০০ কিমি যেতে পারে। অন্য একটি গাড়ি একই পথ যেতে ১২ লিটার পেট্রল লাগে।
ক. ১ম গাড়ি ১ লিটার পেট্রল ব্যবহার করে কত পথ যেতে পারে? ২
খ. ২য় গাড়ি ৭৫ কিমি যেতে কত লিটার পেট্রল লাগবে? ২
গ. ৫০০ কিমি পথ অতিক্রম করতে তাদের পেট্রলের পার্থক্য কত লিটার হবে? ২
ঘ. ১ লিটার পেট্রলের মূল্য ১০২.৭৫ টাকা হলে ৩০০ কিমি যেতে কোন গাড়ির কত টাকা লাগবে? ২
অথবা, তিন সন্তান ও তাদের পিতার বয়সের গড় ১৫ বছর।
আবার ওই তিন সন্তান ও তাদের মাতার বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স ৩৬ বছর।
ক. পিতাসহ সন্তানের বয়সের সমষ্টি কত বছর? ২
খ. সন্তানদের গড় বয়স কত? ২
গ. মাতার বয়স কত বছর? ২
ঘ. পিতা ও মাতার বয়সের গড় কত বছর? ২
৩. ৩, ১০, ১৫ ও ২৫ চারটি সংখ্যা।
ক. ১৫-এর গুণনীয়ক বের কর। ২
খ. সংখ্যা চারটির ল.সা.গু. বের কর। ৩
গ. কোন ক্ষদ্রতম সংখ্যাকে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৫ অবশিষ্ট থাকবে? ৩
অথবা, ১৫, ২৫, ও ৮০ তিনটি সংখ্যা।
ক. ৩য় সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলো বের কর। ২
খ. সংখ্যা তিনটির ল.সা.গু. নির্ণয় কর। ৩
গ. সংখ্যা তিনটির গ.সা.গু. নির্ণয় কর। ৩
৪. ১/২, ১/৩ ও ৭/১০ তিনটি প্রকৃত ভগ্নাংশ।
ক. ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় কর। ২
খ. প্রথম দুটি ভগ্নাংশের যোগফল থেকে ৩য় ভগ্নাংশ বিয়োগ কর। ২
গ. ১-১/২ থেকে প্রথম দুটি ভগ্নাংশের যোগফল বিয়োগ কর। ২
ঘ. দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশ বিয়োগ কর। ২
অথবা, রহিমের নিকট ৪ কেজি তেল আছে। ১ লিটার তেলের ওজন ৬/৭ কেজি।
ক. ৭/১৫–৫/৬–৩/১৪ = কত? ২
খ. রহিমের নিকট কত লিটার তেল আছে? ৩
গ. ১ লিটার তেলের দাম ৯০ টাকা হলে রহিমের নিকট থাকা তেলের দাম কত? ৩
৫. রহিম, করিম, মাইশা ও রিমনের বয়সের গড় ২১ বছর। পৃথা, করিম, রহিম ও মাইশার বয়সের গড় ১৮ বছর। পৃথার বয়স ৩৬ বছর।
ক. রহিম, করিম ও মাইশার বয়সের
গড় কত? ২
খ. রিমনের বয়স কত? ৩
গ. রিমন, পৃথা, রহিম, করিম ও মাইশার বয়সের গড় কত? ৩
অথবা, ৯টি সংখ্যার যোগফল ৬৭৫। প্রথম তিনটি সংখ্যার গড় ২৬ এবং শেষ পাঁচটি সংখ্যার গড় ১০৪।
ক. প্রথম তিনটি সংখ্যার যোগফল কত? ২
খ. শেষ পাঁচটি সংখ্যার যোগফল কত? ২
গ ৪র্থ সংখ্যাটি কত? ২
ঘ. সব সংখ্যার গড় কত? ২
৬. একটি মোবাইল ফোন থেকে ৩ মিনিট কথা বলায় ২.০৪ টাকা খরচ হলো।
ক. প্রতি মিনিটে কথা বলার খরচ কত? ৩
খ. ১০ মিনিট কথা বলার খরচ কত? ২
গ. প্রতি ঘণ্টায় কথা বলার খরচ কত? ৩
অথবা, এক কুড়ি ডিমের দাম ১৫০ টাকা। মলি ০.৮ কুড়ি এবং রুমি ০.৫ কুড়ি ডিম কিনল।
ক. ৯ কুড়ি ডিমের দাম কত? ২
খ. কে কয়টি ডিম কিনল? ৩
গ. তারা কে কত টাকা দাম দিল এবং দুইজন মোট কত টাকা দিল? ৩
৭. একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৪৬ টাকায় বিক্রয় করা হলো।
ক. কত টাকা ক্ষতি হলো? ১
খ. শতকরা কত টাকা ক্ষতি হলো? ৩
গ. কলমটি যদি ৫০% লাভে বিক্রয় করা হতো তবে ক্রয়মূল্য কত টাকা বেশি হতো? ৪
অথবা, একটি দোকানে ১৮০০ টাকার পণ্য ২০% কমে বিক্রয় করা হলো।
ক. ২০% কে অনুপাতে প্রকাশ কর। ১
খ. পণ্যটির বিক্রয় মূল্য কত? ৩
গ. পণ্যটি কত টাকায় বিক্রয় করলে ২০%
লাভ হতো? ৪
৮. নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য লেখ (যেকোনো ২টি) : (৩+৩) – ২=১২
ক. চোখের আন্দাজে একটি আয়ত আঁকো। যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য পরিমাপ কর।
খ. ৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট বৃত্ত এবং এর বিভিন্ন অংশ চিহ্নিত কর।
গ. একটি সামান্তরিক যার একটি কোণ ৬০ ডিগ্রি। এর সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য পরিমাপ কর।
৯. রিমা বাজারে গিয়ে ৫.৫ কেজি চাল, ৭.৫ হেক্টোগ্রাম সবজি এবং ২৪০০ গ্রাম মাংস কিনল।
ক. ৭.৫ হেক্টোগ্রামকে গ্র্রামে প্রকাশ কর। ২
খ. রিমা একত্রে কত ডেসিগ্রাম চাল ও মাংস কিনল? ৩
গ. সে মোট কত কিলোগ্রাম জিনিস কিনল? ৩
অথবা, একটি ত্রিভুজের ক্ষেত্রফল ২৫২ বর্গমিটার এবং উচ্চতা ২৮ মিটার।
ক. ভূমি পরিমাপের সূত্রটি লেখ। ২
খ. উক্ত ক্ষেত্রের ভূমির পরিমাপ কত? ২
গ. উক্ত ক্ষেত্রের ভূমি ১২ মিটার হলে উচ্চতা কত? ২
ঘ. উক্ত ক্ষেত্রের ভূমি ১২ মিটার এবং উচ্চতা ২৮ মিটার হলে, ক্ষেত্রফল কত? ২
১০. মুরসালিন ২০১৬ সালের ১৫ মার্চ তার ২০ বছর বয়স পূর্ণ করল। ওই দিন রাত ৯টা ৩০ মিনিটে সে পরিবারের সবার সঙ্গে জন্মদিনের কেক কাটল।
ক. মুরসালিনের কেক কাটার সময়কে ২৪ ঘণ্টা সময়ের মাধ্যমে প্রকাশ কর। ২
খ. ২০১৬ সাল কী অধিবর্ষ? ২
অথবা, যদি ১ অক্টোবর বুধবার হয়, তবে ৩০ অক্টোবর কী বার? ৪
১১. ৫ম শ্রেণির ২০ জন শিক্ষার্থীর কোনো এক দিনের বাসায় পড়ার সময় (মিনিট) নিম্নরূপ :
২০, ৬০,৯০,৩০, ২০,২০,১১০,৬০, ২০, ১৫, ৪০, ৫০, ৭০, ৮০, ৬০, ৩০, ২০, ৯০, ৬০, ১০০।
ক. সর্বোচ্চ ও সর্বনিম্ন পড়ার সময় কত? ২
খ. ২০ শ্রেণি ব্যবধান নিয়ে সারণি তৈরি কর। ৩
গ. আয়তলেখ আঁক। ৩
অথবা, নিচে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার ওপর করা জরিপের উপাত্তের ওপর ভিত্তি করে আয়তলেখ তৈরি করা হলো।
ক. কোন শ্রেণি ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? ২
খ. ৫ম শ্রেণির কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে? ২
গ. শতকরা কতজন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে ৩০
মিনিট বেশি সময় লাগে? ৪
- ব্রেকিংবিডিনিউজ২৪ / ১০ জুন ২০১৮ / তানজিল আহমেদ