মালয়েশিয়ার অনুষ্ঠিত নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। টানা ৬ বারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে পরাজিত করে টাইগাসরা ।টানা পঞ্চম জয়ে এই অনন্য অর্জন ছিনিয়ে নিলো সালমারা। চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতকে দুইবার ও পাকিস্তানকে একবার পরাজিত করেছে তারা। এছাড়াও জয় তুলে নিয়ে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষেও।
অন্যান্য স্পোর্টস চ্যানেলের মত খেলাটি সম্প্রচার করছিল ভারতীয় স্টার স্পোর্টস। কিন্তু তারা প্রতিবারের মত আবারো বাংলাদেশ কে অপমান করলো।
বাংলাদেশের জয় সহ্য না হওয়ায় প্রচলিত রীতির বাইরে গিয়ে তারা জয়ের সাথে সাথে খেলা সরাসরি অফ করে দেয়। অর্থাৎ যেখানে হাইলাইটস দেখানো কথা সেখানে তারা ২০১৬ সালে মিরপুরে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষের ম্যাচটি পুনঃপ্রচার করতে শুরু করে। উল্লেখ্য, ওই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আট উইকেটে হেরেছিল টাইগাররা।
এ ঘটনার পর স্টার স্পোর্টস বর্জনের আহ্বান জানিয়েছেন টাইগার সমর্থকরা। এসময় সামাজিক মাধ্যমে স্টার স্পোর্টসের এহেন কার্যের প্রতিবাদ জানিয়েছেন।তবে সেটা বাস্তবে কি করেন সমর্থকরা।