কোথায় ম্যারাডোনা, কোথায় ধোনি, আইপিএল-কে নক আউট করলো ফিফা বিশ্বকাপ

আইপিএল শেষ! এখন শুরু ফুটবল বিশ্বকাপ। কোটি কোটি টাকার ক্রিকেট লিগ শেষ হতে না হতেই বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। টাকার অঙ্কের দুই টুর্নামেন্টই দুই জগতের ক্রীড়াবিদদের কাছে আকর্ষণীয়। হার হোক বা জিত— বড় অঙ্কের বেতন তো পকেটে ঢোকেই। পাশাপাশি, বোনাসের অঙ্কও থাকে আকাশছোঁয়া।

তবে বিশ্বের অন্যতম জনপ্রিয় দুই টুর্নামেন্টের পার্থক্য কিন্তু আসমান-জমিন! কারণটা খুব স্পষ্ট। ফুটবল গোটা বিশ্বেই জনপ্রিয়তায় একনম্বর। অন্যদিকে, ক্রিকেট খেলা হয় মুষ্টিমেয় কয়েকটি দেশের মধ্যে। আর্থিক দিক থেকেও বিশ্বকাপ ফুটবলের সঙ্গে কোনও তুলনাতে আসে না ক্রিকেটের সবথেকে জনপ্রিয়তম ঘরোয়া টুর্নামেন্ট আইপিএল!

১৯৮২ সালে বিশ্বকাপের জয়ী দলকে দেওয়া হত ৩৪ কোটি টাকা। তবে প্রতি সংস্করণেই সেই অঙ্কটা ধাপে ধাপে বেড়েছে। বর্তমানে সেই অঙ্কটা চোখে পড়ার মতো।

সর্বভারতীয় এক পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ফিফা বিশ্বকাপে জয়ী দলকে দেওয়া হয় ১৮ ক্যারেট নিখাদ সোনা। ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মানির পুরস্কার মূল্য ছিল ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি ফিফা ঘোষণা করেছে সর্বশেষ সংস্করণ থেকে সেই পুরস্কার মূল্য বাড়ানো হবে ৪০ শতাংশ। এর অর্থ রাশিয়া বিশ্বকাপের জয়ী দল পাবে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ২৮৮ কোটি টাকা।

জানা যাচ্ছে, যে দলগুলি গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে, সেই দলগুলিকে ফিফার তরফে দেওয়া হবে ৮ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এই অঙ্ক ৫৩ কোটি টাকা। ব্রাজিল বিশ্বকাপেও সমপরিমাণ অর্থ দেওয়া হয়েছিল গ্রুপ পর্বের বিদায়ী দেশগুলিকে।

এবার আসা যাক, আইপিএল-এ! অর্থ, যশ, প্রতিপত্তিতে কার্যত কোনও রকম তুলনাতেই আসে না ক্রোড়পতি ভারতীয় ক্রিকেট লিগ। চেন্নাই সুপার কিংস সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে জয়ী হওয়ার জন্য পেয়েছে ২৫.৮ কোটি। রানার্স সানরাইজার্স হায়দরাবাদের পকেটে ঢুকেছে ১২.৯ কোটি টাকা।

আইসিসি আয়োজিত ক্রিকেট বিশ্বকাপেও এই আর্থিক পুরস্কার ফুটবল বিশ্বকাপের তুলনায় কার্যত কিছুই নয়। ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে সেই দল পায় ২৫.১৭ কোটি টাকা। রানার্স দলের ক্ষেত্রে জোটে ১১.৭৪ কোটি টাকা।