চলতি মাসেই বাংলাদেশের মাটিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের চূড়ান্ত সময়সূচি প্রকাশ

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দলের। এই সফরে তারা তিনটি চারদিনের ম্যাচ সহ তিনটি একদিনের ম্যাচ খেলবে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৩শে জুন বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিবে তারা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এরই মধ্যে ‘এ’ দলের সিরিজটির সূচিও প্রকাশ করেছে বোর্ড।

আর সূচি অনুযায়ী আগামী ২৬শে মে থেকে শুরু হয়ে আগামী মাসের ২২ তারিখ পর্যন্ত চলবে তাদের এই সফর। সিরিজ গুলোর জন্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

শ্রীলঙ্কা ও বাংলাদেশ ‘এ’ দলের সূচি-

১। ২৬শে জুন থেকে ২৯শে জুন, ২০১৮— প্রথম চার দিনের ম্যাচ (ভেন্যুঃ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার)

২। ৩রা জুলাই থেকে ৬ই জুলাই, ২০১৮— দ্বিতীয় চার দিনের ম্যাচ (ভেন্যুঃ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার)

৩। ১০ই জুলাই থেকে ১৩ই জুলাই, ২০১৮— তৃতীয় চার দিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)

৪। ১৭ই জুলাই, ২০১৮— প্রথম একদিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)

৫। ১৯ই জুলাই, ২০১৮—দ্বিতীয় একদিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)

৬। ২২শে জুলাই, ২০১৮— তৃতীয় একদিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)