বাংলাদেশের মেয়েদের ১১৩ রানের টার্গেট দিয়েছে ভারত

নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১১২ রান সংগ্রহ করেছে ভারতের মেয়েরা। ফলে বাংলাদেশকে জিততে হলে তুলে নিতে হবে ১১৩ রান।

গ্রুপপর্বে পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের ফাইনালে এসেছে বাংলাদেশ। গ্রুপপর্বে বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে হারানোর কৃতিত্ব দেখায় টাইগ্রেসরা। আবারো সেই ভারতকেই পেয়েছে ফাইনালে। আরো একবার শক্তিশালী ভারতকে হারিয়ে দিতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে সালমা-রুমানারা।

এই ম্যাচের আগে ৯টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। তার মধ্যে ভারত জিতেছে ৮টিতে। আর বাংলাদেশ ১টিতে। এমনকি ভারত মহিলা এশিয়া কাপের আগের পাঁচ আসরের চ্যাম্পিয়ন।