ইতিহাস গড়তে চাই ১১৩

চলতি এশিয়া কাপে বড় ধাক্কা দিয়ে সূচনা হয়েছিল বাংলাদেশের। হারের ধাক্কা সামলে দারুণ ভাবে প্রত্যাঘাত করলেন সালমারা। যা তাদের ইস্পাতকঠিন মানসিকতারই পরিচয়। যার ফলে প্রথমবকারের মতো ফাইনালে খেলার যোগ্যতা লাভ করে টাইগ্রেসরা। ঐতিহাসিক ফাইনাল ম্যাচে প্রথমে সালমারা টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ফলে ব্যাট করতে নেমে বাংলার বোলারদের সামনে যেন অসহায় আত্মসমর্পন করে ভারত। ফলে ভারতের অধিনায়ক হারমানপ্রিতর ফিফটির ওপর ভর করে বাংলাদেশকে ১১৩ রানের লক্ষ্য দেয় ভারত।

শনিবার (০৯ জুন) মালয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেই ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। সেই ইতিহাসকে আজ আরও উচুঁতে নিয়ে যাওয়ার সুযোগটা ভালোই কাজে লাগাচ্ছেন খাদিজাতুল কুবরা-জাহানারা আলমরা। এ পর্যন্ত ছয়বার অনুষ্ঠিত মেয়েদের এশিয়া কাপে প্রতিবারই চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা জয়ের সুযোগটা কি কাজে লাগাতে পারবে সালমা খাতুনের দল?

এই প্রশ্নের জবাব খুঁজতে নেমে সালমাদের শুরুটা হয়েছে দারুণ। মালয়েশিয়ার রাজধানি কুয়ালামপুরের কিনারায় একটি একাডেমী ওভালে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েদের তোপের মুখে পরে ভারতীয় ব্যাটসম্যানরা। একের পর এক উইকেট হারিয়ে দল যখন অন্ধকারাচ্ছন্ন। তখন দলের হয়ে হাল ধরেন দলনেতা হারমনপ্রিত কর। দলীয় হতাশার মধ্য থেকে হাত খুলে ব্যাট চালান তিনি। কাপ্তনের ৫৬ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে ভারত।

বাংলাদেশঃ শামীমা সুলতানা, আয়েশা হক, ফারজানা হক, সানজিদা ইসলাম, ফাহিমা খাতুন, জাহানারা আলম, খাদিজা তুল কুবরা, নাহিদা আকতার, সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা, রুমানা আহমেদ।

ভারতঃ মিতালি রাজ, স্মৃতি মান্ধানা, দিপ্তি শর্মা, হারমানপ্রিত কর (অধিনায়ক), অনুজা পাতিল, একতা বিশত, শিখা পান্ডে, পুনম জাদভ, ঝুলন গোস্বামী, ভেডা কৃষ্ণমূর্তি, তানিয়া ভাটিয়া।