বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সম্পর্কে জানা-অজানা ১৩ তথ্য

জার্মান-আর্জেন্টিনা-উরুগুয়ের পাশাপাশি ফুটবল বিশ্বের সবচেয়ে প্রাচীন ও আদি দল ব্রাজিল। প্রথম বিশ্বকাপ শুরুর ১৬ বছর আগে অর্থাৎ ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয় দেশটির ফুটবল ফেডারেশন। এর পর থেকে তাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে যা মোটেও থমকে যাওয়ার নয়।

দিনের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তা বাড়ছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। ভক্তদেরও তাদের সর্ম্পকে জানার আগ্রহও প্রবল। তাই আমাদের নিয়মিত আয়োজন ‘জানা-অজানা’ অধ্যায়ের ৬ষ্ঠ পর্বে আজ গোনিউজ পাঠকদের জন্য রয়েছে সেলসাওদের সম্পর্কে জানা-অজানা ১৩ তথ্য।

১. বিশ্বকাপে সবচেয়ে বেশিবার (পাঁচবার) চ্যাম্পিয়ন দল ব্রাজিল।

২. সেই ১৯৩০ থেকে ২০১৮। মোটে ২১ টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। যার সবগুলোতে অংশ নিয়েছে ব্রাজিল।

৩. বিশ্বকাপে সবচেয়ে বেশিবার (১৬) কোয়ার্টার ফাইনাল খেলা দল ব্রাজিল।

৪. ইতালির পাশাপাশি দুইবার অর্থাৎ ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুইবার শিরোপা জিতেছে ব্রাজিল।

৫. গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ব্রাজিল।

৬. ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে পরের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার রেকর্ডও আছে ব্রাজিলের। ১৯৬৬ বিশ্বকাপে।

৭. বিশ্বকাপে সবচেয়ে বেশি বদলি হয়েছে ব্রাজিল তারকা ডেনিলসন। ১১ বার।

৮. একাধিক ফাইনালে গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা ভাভা ও পেলে।

৯. টানা ৬ ম্যাচে গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা জর্জিনহো।

১০. কোন হার ছাড়া টানা ১৩টি ম্যাচ জয়ের রেকর্ড ব্রাজিলের। প্রথমটি ১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিল ৩-০ অষ্ট্রিয়া থেকে শুরু করে পরের বিশ্বকাপে ব্রাজিল ২-০ বুলগেরিয়া পর্যন্ত।

১১. টানা সবচেয়ে বেশি ম্যাচে অন্তত একটি করে গোল করার রেকর্ড ব্রাজিলের। ১৮টি ম্যাচ।

১২. বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের। ১৯৫৮ বিশ্বকাপে ৫টি গোল করেছিল তারা।

১৩. বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড ব্রাজিলের। দলটি ৭০টি ম্যাচ জিতেছে।