এশিয়া কাপে ফাইনালে শেষ মুহূর্তের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিলো ভারত, দেখেনিন সম্পূর্ণ স্কোর

এশিয়া কাপে জ্বলে উঠেছে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল দুর্দান্ত ক্রিকেট খেলে প্রথমবার টুর্নামেন্টের ফাইনালে উঠার ইতিহাস গড়েছে।

গতকাল সালমা বাহিনী মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে ট্রফি জয়ের মঞ্চে খেলা নিশ্চিত করে ।

টি- টোয়েন্টির টুর্নামেন্টের লিগ পর্বে ভারতকেও সাত উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। মালয়েশিয়ার কিন্নারা ওভালে আজ বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।

ভারতকে হারালেই শিরোপা জয়ের গৌরব অর্জন করবে বাংলাদেশ। লিগ পর্বে বাংলাদেশের কাছে হারলেও ভারত টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। বিশ্বকাপের রানার্সআপদের টানা দ্বিতীয়বার হারাতে হলে দল হিসেবে সব বিভাগেই সেরা ক্রিকেট খেলতে হবে ফারজানা-জাহানারা আলমদের।

শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করে সালমার দল। পরের ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে পরাজিত করে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধেও একই ব্যবধানে অনন্য জয় তুলে নেন রুমানারা। শেষ দুই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল থাইল্যান্ড ও মালয়েশিয়াকে অনায়াসে হারিয়ে ফাইনালে উন্নীত হয় বাংলাদেশ নারী দল।

বাংলাদেশ মহিলা একাদশ : শামীমা সুলতানা (ও), আয়াশা রহমান, ফরজানা হক, সাঞ্জিদা ইসলাম, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নিগার সুলতানা, রুমানা আহমেদ, সালমা খাতুন (সি), খাদিজাুল কুবরা, নাহিদা আকতার

ভারত মহিলা একাদশ : মিতালী রাজ, স্মৃতি মঠানা, হারমানপিত কের (সি), দীপ্তি শর্মা, ভেদা কৃষ্ণমূর্তি, আনুজা পাটিল, ঝুলান গোস্বামী, তানিয়া ভাটিয়া (এক), একতা বিশট, শিখা পান্ডে, পুমাম যাদব

টসঃ টসে জিতে বোলিং এর সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ মহিলা দল ।
ভারতঃ ১১২/৯ । (২০ ওভার)
হারমান প্রীতঃ ৫৬ রান ৪২ বলে
জাহানারা, সালমা ১টি করে উইকেট তুলে নেয় ।
রুমানা ৪ ওভারে ২২ রানে ২ টি উইকেট তুলে নিয়েছে ।