লানজিনির জায়গায় আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সুযোগ পেলেন যিনি

হাঁটুর চোটে পড়ে বিশ্বকাপ খেলতে পারবেন না আর্জেন্টিনার মিডফিল্ডার ম্যানুয়েল লানজিনি। তার জায়গায় দলে ডাক পেয়েছেন এনজো পেরেজ।

শুক্রবার অনুশীনের সময় ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় ওয়েস্ট হামের মিডফিল্ডার লানজিনির। এর আগে চোট পেয়ে বিশ্বকাপ দল থেকে ছিটকে যান আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলরক্ষক সার্জিও রোমেরো। রোমেরোর পর লানজিনির চোট বড় একটা ধাক্কা হয়েই এসেছে আর্জেন্টিনার জন্য।

হোর্হে সাম্পাওলির ২৩ সদস্যের দলে জায়গা করে নিলেন রিভার প্লেটের ৩২ বছর বয়সি মিডফিল্ডার পেরেজ। গত বিশ্বকাপে তিনি তিনটি ম্যাচ খেলেছিলেন- সেমিফাইনাল ও ফাইনালে শুরুর একাদশে মাঠে নেমেছিলেন। এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে খেলেছেন ২৩টি ম্যাচ।

সবশেষ গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে জয়ী ম্যাচে খেলেছেন এবং সাম্পাওলির প্রাথমিক দলে ছিলেন।

আগামী শনিবার আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান।