সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ৩ প্রবাসী নিহত

প্রতিবেশী ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সুন্নি সৌদি আরবের দক্ষিণাঞ্চলে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
শনিবার রাতে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল আখবারিয়া এ সংবাদ জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জিজানে আঘাত হেনেছে। এখানেই ওই তিন বেসামরিক নিহত হন। সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা বেসামরিক এবং বৈধ প্রবাসী হিসেবে সৌদি আরবে চাকরিরত ছিলো। তবে তারা কোন দেশের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এক বিবৃতিতে সৌদি সামরিক জোট জানিয়েছে, তাদের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করা যে কারো বিরুদ্ধেই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে তারা।রাজধানী সানাসহ ইয়েমেনের অধিকাংশ স্থান বর্তমানে ইরান সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে আছে। দেশটিতে গত তিন বছর ধরে চলা গৃহযুদ্ধের অংশ হিসেবে গোষ্ঠীটি গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

গত মাসে তারা সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে অনেকগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

যুক্তরাষ্ট্রের সমর্থিত সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির পক্ষ হয়ে লড়াই করছে। ক্ষমতাচ্যুত হাদি বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদে স্বেচ্ছা নির্বাসনে আছেন।