খালেদা জিয়াকে হাসপাতালে- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
এর আগে গতকাল খালেদার জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা কারাগারে দেখা করে মাইল্ড স্ট্রোক বলে সন্দেহ প্রকাশ করার কারনে একদিন পরেই স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হচ্ছে খালেদা জিয়াকে।
আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, খালেদাকে রোববারই কারাগার থেকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
শনিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা দেখে এসে বলেছিলেন, গত ৫ জুন বিএনপি চেয়ারপারসনের মাইল্ড স্ট্রোক হয়েছিল বলে তারা ধারণা করছেন। সেই কারণে তিনি পড়ে গিয়েছিলেন।
আনিসুল হক আরো বলেন, যেসব পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হয় যে মাইল্ড স্টোক হয়েছে কিনা, সে ব্যাপারে আজ তাকে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হবে বলে আমাকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তবে আজ কখন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি আনিসুল হক।