লানজিনির পরে এবার বিশ্বকাপ শেষ হল আরেক আর্জেন্টাইন তারকার!

চোট যেন পিছু ছাড়ছে না আর্জেন্টিনা দলের। একের পর এক চোটে দল থেকে ছিটকে পড়ছে আর্জেন্টিনা তারকা ফুটবলাররা। রোমেরো থেকে শুরু করে সেই তালিকা যে অনেক দীর্ঘ। সর্বশেষ সংযোজন ছিলো লানজিনি।

লানজিনির এই চোটের পরেই সেই তালিকায় যুক্ত হলেন এভার বানেগা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে জানাচ্ছে, অনুশীলনের সময় কাফ মাসলে চোট পেয়েছেন বানেগা। শুরুতে গুরুত্ব না দিলেও ২৯ বছর বয়সী মিডফিল্ডারের চোট এখন হোর্হে সাম্পাওলির মাথাব্যথার কারণ।

বানেগার বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে কিনা সেই বিষয়টি এখনো পরিষ্কার করেনি আর্জেন্টিনা। দলটির টিম ম্যানেজমেন্ট সময় নিচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তের আগে। তবে শুরুতে লুকোছাপা করলেও বানেগার চোটের খবর ফাঁস হয়ে গেছে দাবি মুন্ডোর। তাদের দাবি, বানেগার বিকল্প খোঁজাও শুরু করেছেন আর্জেন্টাইন কোচ।

এনজো পেরেজ, লিওনার্দো পারাদেস কিংবা গুইডো পিজ্জারো ঢুকতে পারেন ২৩ জনের দলে; বানেগা-লানজিনির বিকল্প হয়ে। আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু ১৬ই জুন আইসল্যান্ডের বিপক্ষে।