নাসির ভাইয়ের জন্য সবাই দোআ করবেন: তাসকিন

ইনজুরি আক্রান্ত অলরাউন্ডার নাসির হোসেনের পায়ের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এবং বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় নাসিরের অস্ত্রোপচার। অস্ত্রোপচার শেষে নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে নাসিরই জানান সফল অস্ত্রোপচারের কথা।

এদিকে হাসপাতালের বেডে শুয়ে থাকা অসুস্থ নাসিরের জন্য দোআ চাইলেন জাতীয় দলের প্রেসার তাসকিন আহমেদ। তিনি শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘আমাদের অলরাউন্ডার নাসির ভাইয়ের জন্য সবাই দোআ করবেন।’

নিদাহাস ট্রফির পর ঘরোয়া ক্রিকেটে ঘাম ঝরিয়েছেন নাসির। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে সিরাজগঞ্জে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানেই তিনি পান ইনজুরির সংবাদ। সিরাজগঞ্জ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় ফিরেই নিজের হাঁটুর অবস্থা দেখাতে যান বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে।

দেবাশীষ তখনই জানান, সুস্থ হয়ে উঠতে নাসিরের অস্ত্রোপচারের কোনো বিকল্প নেই। আর তাই অবশেষে অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেন নাসির। কিন্তু এই অলরাউন্ডারের সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে লেগে যাবে প্রায় ছয় মাস।