মালয়েশিয়াকে পাহাড় সমান টার্গেট ছুলো দিলো বাংলাদেশী মেয়েরা

এই অাইসিসিরি বড় কোন টুর্নমেন্টে ফাইনালে যাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে । লিগ পর্বের শেষ ম্যাচে আজ মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। ইতোমধ্যেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সালমা বাহীনিরা। ম্যাচটিতে জিতলেই আসরের ফাইনাল নিশ্চিত হবে টাইগ্রেসদের।

কুয়ালালামপুরে ম্যাচটি শুরু হয় শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায়। টুর্নামেন্টটিকে এরইমধ্যে স্মরণীয় করে তুলেছে বাংলাদেশের মেয়েরা। যদিও প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু হয়। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শক্তিশালী পাকিস্তানকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে ফেরেন রোমানা-সালমারা।

পরের ম্যাচে আবারো চমক। ভারতকে প্রথমবারের মতো হারানোর স্বাদ পায় বাংলাদেশের মেয়েরা।

নিজেদের চতুর্থ ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে ৯ উইকেটের জয় পায় সালমা বাহিনী। শেষ ম্যাচে এবার প্রতিপক্ষ মালয়েশিয়া। চার ম্যাচের সবকটিতে হেরে টেবিলের তলানীতে আছে স্বাগতিক মেয়েরা। তাদেরকে হারাতে পারলেই এশিয়া কাপের ফাইনাল খেলার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।

টসঃ টসে জিতে ব্যাটিং এর সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ মহিলা দল

মালয়শিয়া একাদশঃ ওয়াও ডুরাজিংম (সি),ইউসরিনা ইয়াকোপ,ক্রিস্টিনা ব্রেট ,জে ইন্টান,মাস এলেসা,জুমিকা আজমি, ইজতিটি ইসমাইল,সাশা আজি,আনিনা, হামজা হাশেম,নূর হায়াতী জাকারিয়ার, এসএম ধনুসরি

বাংলাদেশ মহিলা একাদশঃ শামীমা সুলতানা, আয়েশা রহমান, ফারজানা হক, নিগার সুলতানা, খাদিজা তুমুল কুবরা, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, সালমা খাতুন (সি), সঞ্জদা ইসলাম, রুমানা আহমেদ

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ : ১৩০/৪ (২০ ওভার) ফাহিমা ২৬ রান করে অপরাজিত থেকে গেছেন। আয়শা ৩১, শারমিন ৪৩, ফারজানা ৭ রান করে আউট হয়েছেন। জয়ের জন্য মালয়েশিয়ার টার্গেট ১৩১ রান।

ইতিমধ্যে সকাল বেলা পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। তাই আজ জিতলেই ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।