দাপুটে জয়ে ফাইনালে নাদাল

দাপুটে জয়ে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন আসরের শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। রজার ফেদেরারের পর যে কোনো এক গ্র্যান্ড স্ল্যামের আসরে এগারো বারের ফাইনালে উঠার কৃতিত্ব দেখালেন এ স্প্যানিয়ার্ড তারকা। গতকাল রোলা গাঁরোয় পুরুষ এককের সেমিফাইনালে পঞ্চম বাছাই আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে ৬-৪, ৬-১, ৬-২ গেমে হারান ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। আগামীকাল ফাইনালে অস্ট্রিয়ার ডমিনিখ টিয়েমের বিপক্ষে মাঠে নামবেন ৩২ বছর বয়সী এ তারকা। ফরাসি ওপেনে সর্বাধিক ১০ বার শিরোপা নিয়ে আগেই রেকর্ড গড়েছেন তিনি। রোলা গাঁরোয় এ নিয়ে ৮৫তম ম্যাচ জিতলেন নাদাল।
এ পর্যন্ত খেলা ৮৭ ম্যাচে মাত্র দুটিতে হেরেছেন তিনি। সেমিফাইনালে দাপুটে জয়ে দারুণ খুশি নাদাল। গতকাল ম্যাচ শেষে তিনি বলেন, প্রথম সেট কঠিন ছিল। হুয়াত মার্টিনেরও জয়ের সুযোগ ছিল। কিন্তু ভাগ্যবান যে প্রথম সেট আমি জিতেছি। এরপর আমি আরও আগ্রাসী টেনিস খেলেছি। রোলা গাঁরোয় ফাইনালের মঞ্চে ফিরতে পেরে আমি খুবই খুশি। এটা আমার জন্য অবিশ্বাস্য ব্যাপার। দিনের আরেক সেমিফাইনালে ইতালিয়ান তারকা মার্কো চেকিনাতোকে ৭-৫, ৭-৬ (১২-১০) ও ৬-১ গোমে হারান ডমিনিখ টিয়েম। এটা টিয়েমের প্রথম বারের মতো কোন গ্রান্ড স্ল্যামের ফাইনালের উঠার কৃতিত্ব। কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান তারকা নোভাক জোকেভিচকে হারিয়ে সেমিফাইনালে উঠেন আসরের অবাছাই হিসেবে খেলতে আসা চেকিনাতো।