অনুশীলনে সালাহ, সুখবর দিলেন কোচ

গত ২৬ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কিয়েভে রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোসের অবৈধ ট্যাকেলে কান্নাভেজা চোখ নিয়ে মাঠ ছাড়েন মিসরের সুপারস্টার মোহাম্মদ সালাহ। সালাহ মাঠ ছাড়র সাথে সাথে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন যেন নিভে গিয়েছে লিভারপুলের। চোটের পর শঙ্কা থাকে সালাহর বিশ্বকাপ খেলা নিয়ে। তবে চোটে নিয়ে প্রথমবারের মতো সংবাদমাধ্যমে কথা বললেন লিভারপুল তারকা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’কে সালাহ বলেছেন, ‘ফাইনালে মাঠ ছেড়ে যাওয়া আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুহূর্ত।’ সেদিন সালাহর কান্নাই বলে দিয়েছে ক্যারিয়ারে এর আগে কখনো এমন নির্মম মুহূর্তের সম্মুখীন হননি। সালাহকে ছাড়া লিভারপুলও ফাইনালে রিয়াল মাদ্রিদের সামনে দাঁড়াতে পারেনি। স্প্যানিশ ক্লাবটি সেদিন ৩-১ গোলে জিতে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে।

সেদিন লিভারপুলের চেয়ে মিসরের কান্নাটা বেশি ছিল। কারণ সালাহকে ঘিরেই যে মিসরের বিশ্বকাপ স্বপ্ন বোনা। শুরুতে জানা গিয়েছিল বড়জোর গ্রুপ পর্বে মিসরের জার্সিতে শেষ ম্যাচটি খেলতে পারেন সালাহ।

২৫ বছর বয়সী সালাহ বলেন,‘ প্রথমে ভেবেছিলাম, হয়তো বিশ্বকাপ খেলতে পারবো না। এটা ছিল খুব ভয়ানক।’ বিশ্বকাপের শুরু থেকেই সালাহ খেলবেন কিনা সে ব্যাপারে কিছুই বলেননি।

তবে মিসরীয় ফুটবল ফেডারেশনের সদস্য খালেদ লতিফ জানান,‘সালাহ প্রথম ম্যাচ থেকে খেলার জন্য প্রস্তুত। আমরা প্রথম ম্যাচে তাকে অন্তত বদলি প্লেয়ার হিসেবে হলেও মাঠে নামাব।’এদিকে গতকাল দলের সাথে কিছুক্ষণ অনুশীলন করেছেন সালাহ।

সালাহর ইনজুরি নিয়ে কোচ হেক্টর কুপার বলেন,‘ সালাহ দ্রুতই উন্নতি করছে। ডাক্তার আমাদের খুব ভালো সংবাদ দিয়েছে। আমরা আশা করি প্রথম ম্যাচ থেকেই তাকে পাব। এবং আমরা তার জন্য অপেক্ষা করছি।’

১৫ জুন প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে সালাহর মিসর। গ্রুপের অন্য দুই দল স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব।