সবাই চান আমি যেন বিশ্বকাপটা হাতে তুলি : মেসি

রাশিয়ায় কারা নজর কাড়বেন? – এমন প্রশ্নের উত্তরে লিওনেল মেসি জানান, ‘ব্রাজিলের নেইমার আর কুটিনহো আছে। স্পেনের আছে আন্দ্রে ইনিয়েস্তা ও দাভিদ সিলভা। জার্মানির কোনো ব্যক্তিগত তারকা হয়তো নেই, কিন্তু দল হিসেবে ওরা দারুণ। বেলজিয়ামের এডেন হ্যাজার্ড এবং কেভিন ডি ব্রুইন খুব ভালো ফুটবলার। ফ্রান্সের আছে কিলিয়ান এমবাপে, গ্রিজম্যান। এই বিশ্বকাপে অনেক দলেই খুব ভালো ভালো ফুটবলার আছে।’

লিওনেল মেসি নিজের বিশ্বকাপ নিয়ে বলেন, আমি একটা ব্যাপার নিয়ে খুব গর্ববোধ করছি। পৃথিবীর বেশিরভাগ মানুষই চান আমি যেন বিশ্বকাপটা হাতে তুলি। সবার আগে আমাদের গ্রুপের প্রথম ম্যাচে আইসল্যান্ডকে হারাতে হবে। আইসল্যান্ড লড়াকু দল। ওদের ডিফেন্সটাও বেশ ভালো। ওরা খুব সংগঠিত ফুটবল খেলে।’

বিশ্বকাপের প্রস্তুতি নিতে স্পেনের বার্সেলোনায় অবস্থান করছে আর্জেন্টিনা দল। অনুশীলনের ফাঁকে সতীর্থদের নিজের রেস্টুরেন্টে দাওয়াত দিয়ে খাওয়ালেন লিওনেল মেসি। তারই এক ফাঁকে স্থানীয় এক সংবাদমাধ্যমের সাথে আলাপ করেছেন তিনি। আলাপচারিতায় প্রিয় বন্ধু নেইমারকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন মেসি। বন্ধু নেইমারকে এখনো মিস করেন তিনি। বার্সেলোনায় সুয়ারেজসহ এই ত্রয়ীর নাম ছিল ‘এমএসএন’।

মেসি বলেন, আমি আশা করি, নেইমার যদি এখানে ফিরে আসতে পারতো! আমি অবশ্যই চাইব নেইমার বার্সেলোনায় ফিরে আসুক। ও দুর্দান্ত ফুটবলার। কিন্তু বাস্তবে সেটা হওয়া খুব কঠিন। তবে আমি কিছুতেই চাইব না যে সে রিয়াল মাদ্রিদে যোগ দিক। জিদান রিয়াল ছাড়ায় আমিও অবাক হয়েছি। কেউ ভাবতেই পারেনি এভাবে সে রিয়াল ছাড়বে। তার ব্যক্তিগত কোনো কারণ নিশ্চয়ই ছিল। তবে ঘটনা হলো, জিদান খুব ভালো সময়েই দায়িত্ব ছেড়েছে। রিয়ালের ম্যানেজার থাকাকালীন ও সব রকম ট্রফি জিতেছে। তার সম্পর্কে কেউ কখনো খারাপ কিছু বলতে পারেনি, পারবেও না।

মেসি বলেন, রোনালদোর ব্যাপারটা জানি না কী হবে। এটাও বলতে পারব না সে রিয়ালে থাকবে কিনা। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে পারব না। আমরা চ্যাম্পিয়নস লিগ ছাড়া আর একটা মৌসুমও কাটাতে চাই না। গ্রিজম্যান গ্রেট খেলোয়াড় এবং আমরা একে অন্যকে বুঝতে পারবো। সে তার ক্যারিয়ারের অবিশ্বাস্য মুহূর্ত পার করছে। আমরা বিশ্বের সেরা দল হতে চাই এবং এর জন্য আমাদের সেরাদের খুঁজতে হবে।

কাতালান শহর বার্সেলোনাকে মেসির ‘সেকেন্ড হোম’ বলা চলে। ক্লাব ফুটবলে মেসি খেলেন বার্সেলোনাতে। স্প্যানিশ ক্লাবের সঙ্গে তার সম্পর্কও দীর্ঘদিনের। সেকেন্ড হোমে তাই নিজের একটি রোস্তোরাঁ খুলেছেন মেসি। শহরের কেন্দ্রেই রয়েছে মেসির এই রেস্তোরাঁ। নাম ‘বেলাভিস্তা দেল জার্দিন নর্তে’। বৃহস্পতিবার সেই রেস্তোরাঁতেই আর্জেন্টাইন দলের সতীর্থ ও কোচিং স্টাফদের লাঞ্চের অফার দেন মেসি।

পাশাপাশি পরের মৌসুমে বার্সেলোনার অধিনায়ক হতে চলা মেসি নেইমারকে ফের বার্সায় পাওয়ার ব্যাপারে আশাবাদী। ইনিয়েস্তা বার্সা ছাড়ার পর মেসিই হতে পারেন কাতালান ক্লাবের নতুন অধিনায়ক। তবে পরের মৌসুমে বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি দেওয়াই তার প্রধান লক্ষ্য বলে জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা।

মেসি সম্পর্কে জানা-অজানা ১৬ তথ্য

১. পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিত্তিনি।

২. আর্জেন্টিনার রোজারিওতে ১৯৮৭ সালের ২৪ জুন জন্ম এই বিস্ময় বালকের।

৩. মাত্র ২১ বছর বয়সে মেসি ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনিত হন।

৪. ২২ বছর বয়সে প্রথমবার ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেন। ২০১০ সাল থেকে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরস্কার দুটিতে এক করে নাম দেওয়া হয় ফিফা ব্যালন ডি’অর।

৫.ক্যারিয়ারে মোট পাঁচ বার বিশ্বসেরা ফুটবলার নির্বাচিত হন।

৬. ২৫ বছর বয়সে তিনি লা লিগায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ২০০ গোল করার কৃতিত্ব অর্জন করেন।

৭. স্বদেশী গ্রেট ম্যারাডোনাকে টপকে দেশের হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি (৬৪)।

৮. ২০১৭ সালের মে মাসে তিনি বার্সেলোনার হয়ে নিজের ৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন।

৯. প্রতিযোগিতামূলক ফুটবলে সব মিলিয়ে ৬১৬ গোল করেছেন মেসি। ক্লাব বার্সেলোনার হয়ে ৫৫২ গোল ও দেশের হয়ে করেন ৬৪ গোল।

১০. লা লিগায় এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল: ৩৮৩টি।

১১. লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা: ৫০ গোল।

১২.লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ হ্যাট্রিক: ৮ হ্যাট্রিক।

১৩. একদা তারা আমাকে বলত, আমাকে থামাতে হলে বন্দুকের প্রয়োজন। কিন্তু আজ আমি বলছি, মেসিকে থামাতে হলে মেশিনগান প্রয়োজন- হিরস্টো স্টোইচকোভ।

১৪. মেসির ডান পায়ের প্রয়োজন হয়না। সে শুধু বাম পায়েই বিশ্ব সেরা। একবার ভাবুন, সে যদি ডান পাও ব্যবহার করত তাহলে আমরাই সমস্যায় পড়ে যেতাম- ইব্রাহিমোবিচ।

১৫. রোনালদোর জীবনে একমাত্র খারাপ জিনিস হল মেসি। যদি মেসি না থাকত তাহলে রোনালদোই হত বিশ্বসেরা- স্কলারি।

১৬. এল ক্ল্যাসিকোতে সর্বোচ্চ গোল: ২৬টি।