প্রস্তুতি ম্যাচে চ্যাম্পিয়নদের কষ্টার্জিত জয়

প্রীতি ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে জয় পেলেও সমর্থকদের সন্তুষ্ট করতে পারেনি জার্মানি। পাঁচ ম্যাচ জয় বঞ্চিত ছিল তারা। অবশেষে জার্মানি পেয়েছে কাঙ্খিত জয়। সেটাও বহুকষ্টে।

গতকাল শুক্রবার রাতে প্রস্তুতি ম্যাচে সৌদির বিরুদ্ধে জার্মানরা জিতেছে ২-১ গোলে। গোলরক্ষক আন্দ্রে টের-স্টেগান পেনাল্টি সেভ না করলেও এই ম্যাচে জয়হীন থাকতে হত বিশ্ব চ্যাম্পিয়নদের।

ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল জার্মানি। টমি ওয়ের্নার গোল করে দলকে লিড এনে দেন। প্রথমার্ধের শেষ দিকে আত্মঘাতি গোলে জার্মানি আরেটি গোল পায়। সৌদি আরবের উমর ওথমানের পায়ে বল লেগে জালে যায়। তাতেই ২-০ লিড জার্মানির।

বিরতি থেকে ফিরে দারুণ লড়াই করে সৌদি আরব। ম্যাচের ৮৪ মিনিটে তাইসির আল জেসিম গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন। পরে টের স্টেগান পেনাল্টি সেভ করে দলকে ড্রয়ের হাত থেকে রক্ষা করেন।

জার্মানির বিপক্ষে সৌদি আরবের রয়েছে তিক্ত এক অভিজ্ঞতা। ২০০২ বিশ্বকাপে সৌদি আরবকে ৮-০ গোলে হারিয়েছিল তারা। আজকের ম্যাচের পারফরম্যান্সই বলে দিচ্ছে গত ১৬ বছরে বেশ এগিয়েছে সৌদির ফুটবল।

১৭ জুন মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে জার্মানি। ‘এফ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ সুইডেন ও দক্ষিণ কোরিয়া। এছাড়া রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলবে রাশিয়া ও সৌদি আরব।