‘আমি নিজে রোনালদোর ভক্ত, তবে মেসিই সর্বকালের সেরা’

কে সেরা? লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো? এবার এই প্রশ্নে মতামত দিলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার মার্কস রাশফোর্ড। এই ফরোয়ার্ড মনে করেন, রোনালদো ‘ভালো’ খেলেন। কিন্তু মেসিই ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ’ ফুটবলার।

ইংল্যান্ডের তারুণ্যে ঠাসা বিশ্বকাপ দলে রাশফোর্ডকে অন্যতম ভরসা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবারই (৭ জুন) প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোল করেন তিনি।

২০ বছর বয়সী এই তারকা সিএনএনের সঙ্গে আলাপে বলেন, আমি নিজে রোনালদোরও অনেক বড় একজন ভক্ত। কিন্তু আমার মতে এখন পর্যন্ত মেসিই সর্বকালের সেরা।

রাশফোর্ডের ম্যানইউর সাবেক তারকা বর্তমানে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ প্রাণভোমরা রোনালদো তার ক্ষিপ্রগতির খেলার জন্য নন্দিত হলেও রাশফোর্ডের মতে, আর্জেন্টাইন এলএম১০ মাঝে মাঝে এমন কিছু করেন, যা অবিশ্বাস্য ঠেকে সবার কাছে।

দুই তারকার প্রশংসা করতে গিয়ে ব্রাজিল ফুটবলের প্রতি ভালোবাসাও অব্যক্ত রাখেননি এই ফুটবলার।

রাশফোর্ড বলেন, ব্রাজিল দল আর রোনালদো, রোনালদিনহোর খেলা আমার সেরা স্মৃতিগুলোর মধ্যে অন্যতম।