বার্সা-বার্সা ধ্বনিতে স্পেনকে স্বাগত জানাল রাশিয়া

বিশ্বকাপের আর মাত্র পাঁচদিন বাকি। পাঁচদিন পরই খেলা শুরু। এরই মধ্যে রাশিয়া যেতে শুরু করেছে অংশ নেওয়া দলগুলো। ইরানের পর দ্বিতীয় দেশ হিসেবে রাশিয়া পৌঁছেছে স্পেন। বৃহস্পতিবার রাশিয়ার ক্রাসনোডার বিমানবন্দরে অবতরণ করে স্প্যানিশ ফুটবল দল।

স্থানীয় লোকগানের মাধ্যমে স্প্যানিশ দলকে বরণ করেছে রাশিয়া। বিমানবন্দরে স্প্যানিশ দলকে দেখতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপিয়ে ভিড় জমিয়েছিল বেশ কিছু দর্শক। রিয়াল-বার্সার পতাকা উড়িয়ে ইনিয়েস্তা, পিকে, রামোসদের স্বাগত জানান তারা।

শুধু তাই নয় ২০১০ বিশ্বচ্যাম্পিয়নদের দেখে বিমানবন্দরেই বার্সা-বার্সা ধ্বনি তোলেন সমর্থকরা। ১৫ জুন পর্তুগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। তার আগে আজ শনিবার তিউনিশিয়ার বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের শেষ ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে স্পেন। গ্রুপ পর্বে পর্তুগাল ছাড়াও ইরান ও মরোক্কোর বিরুদ্ধে খেলবে তারা।

স্পেনের পাশাপাশি বৃহস্পতিবার সকালে রাশিয়া পৌঁছে গেছে পানামা। গ্রুপ পর্বে বেলজিয়াম, ইংল্যান্ড ও তিউনিশিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে পানামা।

গ্রুপ পর্বে স্পেনের ম্যাচ:

১৫ জুন: পর্তুগাল (সোচি, রাত ১২টা)
২০ জুন: ইরান (কাজান, রাত ১২টা)
২৫ জুন: মরক্কো (কালিনিংগার্ড, রাত ১২টা)