বিশ্বকাপ ২০১৮: কোন ক্লাবের খেলোয়াড় সবচেয়ে বেশি?

বিশ্বকাপ ছাড়া তারকা ফুটবলাররা সাধারণত ক্লাব ফুটবল নিয়েই ব্যাস্ত থাকেন। তাদের প্রধান পরিচয়টা অবশ্য ক্লাব। এমনকি বর্সসেরা ফুটবলার নির্বাচনের ক্ষেত্রেও বিবেচনায় আনা হয় ক্লাবের পারফরম্যান্স ও শিরোপা। বেশির ভাগ দলের সেরা তারকারা খেলে থাকেন উইরোপের নামকরা ক্লাবগুলোতে।

আবার অনেকে আছেন বিশ্বসেরা ক্লাবে খেললেও জাতীয় দলে সুযোগ পায়নি। এমন অনেক গ্রেট ফুটবলার আছে যাদের দল বিশ্বকাপের বাছাই পর্ব উতরাতে পারেনি। যার ফলে বিশ্বকাপে দর্শকের ভূমিকায় থাকতে হবে গ্যারেথ বেল, সানচেজ, বুফন, বিদালদের মতো তারকাদের।

রাশিয়া বিশ্বকাপে যে ক্লাব গুলোর ফুটবলাররা বেশি সেই তালিকায় সবার উপরে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ক্লাব ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। এই ক্লাবের ১৬ জন ফুটবলার বিশ্বকাপ মাতাবেন বিভিন্ন দলের হয়ে। দ্বিতীয় অবস্থানে আছে স্পানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাদের ১৫ জন যাবেন রাশিয়াতে। ১৪ জন নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। পিএসজি, চেলসি ও টটেনহামের আছে ১২ জন।জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ, ইতালিয়ান জুভেন্টাস ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের আছে ১১ জন করে। আল হিলাল, আল আলহি ও অ্যাটলেটিকো মাদ্রিদের আছে ৯ জন তারকা।