সৌদি পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমরাহ পালন করতে আসা বিদেশী নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই যেন তারা নিজ নিজ দেশে ফেরত যায়, সেই আহ্বান জানানো হয় ।
সৌদিতে অবস্থানরত কোন অভিবাসী কিংবা সৌদি নাগরিক,যেন বে-আইনী কোন ওমরাহ যাত্রীকে আশ্রয় না দেয়, বিজ্ঞপ্তিতে তাও বলে দেয়া হয়।নির্দিষ্ট সময়ের মধ্যে ওমরাহ পালনকারীরা ফেরত না গেলে
৬ মাসের জেল ও ৫০ হাজার রিয়াল জরিমানা সহ ডিপোর্ট আইনের বিষয়ে সতর্ক করা হয়েছে।পাশাপাশি উল্লেখ্য, ওমরাহ পালনকারীরা মক্কা, মদীনা ও জেদ্দার বাইরে অন্যত্র ভ্রমণ করা আইনসিদ্ধ নয়।