বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ফাইনাল-সেমি-কোয়ার্টারে উঠেছে যে দেশগুলো

আর মাত্র ক’টা দিন পরেই শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। তার আগে সব দলই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। তবে আপনিই বা পিছিয়ে থাকবেন কেন! টিভি, মোবাইল, বা ল্যাপটপে খেলা দেখতে বসার আগে প্র্যাকটিশটা সেরে নিন।

সমর্থকদের প্র্যাকটিশ মানে কিন্তু পরিসংখ্যান আর পুরনো রেকর্ড জেনে তবে খেলা দেখতে বসা আর তাই। গোনিউজ আজ নিয়ে আসছে বিশ্বকাপ ফুটবলকে নিয়ে অন্য রকম পরিসংখ্যান। আসুন দেখে নিন আজকের বিষয়—

এক.সবচেয়ে বেশিবার বিশ্বকাপের মূলপর্বে খেলেছে ব্রাজিল। প্রতিটি বিশ্বকাপের মূলপর্বে খেলা একমাত্র দেশ এটা। ব্রাজিলই একমাত্র দেশ যারা ২১টি বিশ্বকাপের মূলপর্বে খেলেছে। প্রথম ১৬-র মধ্যে শেষ করেছে ব্রাজিল (প্রতিবার)। ব্রাজিল শুধু প্রতিবার বিশ্বকাপের মূলপর্বে খেলছে তাই নয়, প্রতিবার গ্রুপ লিগের বাধা টপকেছে।

দুই. প্রথম আটে শেষ করেছে জার্মানি (১৯৩০,১৯৩৮,১৯৫০ ছাড়া প্রতিবার)। বিশ্বকাপে সাফল্যের বিষয়ে বেশ ধারাবাহিক জার্মানরা। প্রথম চারটি বিশ্বকাপের তিনটিতে ছাড়া প্রতিবার নিয়ম করে কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানরা। ব্রাজিলও (১৯৩৪, ১৯৬৬, ১৯৯০ বিশ্বকাপ ছাড়া প্রতিবার) জার্মানদের মত তিনবার ছাড়া প্রতিবার অন্তত কোয়ার্টার ফাইনালে উঠেছে। শেষবার ১৯৯০ ইতালি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ আর্জেন্টিনার কাছে ০-১ গোলে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। পাশাপাশি ১৯৩৪ ও ১৯৬৬ বিশ্বকাপেও শেষ ষোলো রাউন্ডেই শেষ হয় ব্রাজিলের দৌড়। ১৯৬৬ বিশ্বকাপে ব্রাজিল আবার নেমেছিল মহাতারকা খচিত দল ও বিশ্বচ্যাম্পিয়নের ট্যাগ নিয়ে।

শেষ চারে সবচেয়ে বেশিবার উঠেছে (সেমিফাইনালে) জার্মানি। (১৩বার) ১৯৩৪, ১৯৫৪, ১৯৬৬, ১৯৭০, ১৯৭৪, ১৯৮২, ১৯৯৮, ১৯৯০, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪।

জার্মানরা রেকর্ড সংখ্যাকবার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে। ১৩ বার সেমিফাইনালে খেলে জার্মানরা জেতে ৮বার।

তিন. সবচেয়ে বেশিবার পঞ্চম থেকে অষ্টম স্থানের মধ্যে থাকা দল (কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দল) ইংল্যান্ড (৮ বার)। ১৯৫০, ১৯৫৪, ১৯৬২, ১৯৭০, ১৯৮২, ১৯৮৬, ২০০২, ২০০৬।

চার. সবচেয়ে বেশিবার অষ্টম থেকে ১৬তম স্থানের মধ্যে থাকা দল (প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দল) মেক্সিকো (১৩ বার)। ১৯৩০, ১৯৫০, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭৮, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪।

পাঁচ. সবচেয়ে বেশিবার গ্রুপ লিগ থেকে বিদায় নেয়া দেশ দক্ষিণ কোরিয়া (৬ বার)। ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৪, ১৯৯৮, ২০০৬, ২০১৪।

ছয়. সবচেয়ে বেশিবার তৃতীয় স্থানে থাকা দেশ জার্মানি। ১৯৩৪, ১৯৭০, ২০০৬, ২০১০।

সাত. সবচেয়ে বেশিবার চতুর্থ স্থানে থাকা দেশ উরুগুয়ে। ১৯৫৪, ১৯৭০, ২০১০।

আট. সবচেয়ে বেশিবার রানার্নস আফ জার্মানি (৪ বার) । ১৯৬৬, ১৯৮২, ১৯৮৬, ২০০২

নয়. সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয় ব্রাজিল (৫ বার)। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২।

দশ. সবচেয়ে বেশিবার ফাইনালে খেলা দেশ জার্মানি (৮ বার)। ১৯৫৪, ১৯৬৬, ১৯৭০, ১৯৭৪, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ২০০২, ২০১৪।