এবার সাড়ে তিন মাইল দীর্ঘ জার্মান পতাকা বানালেন বাংলাদেশের এই ভক্ত

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভুগছে বিশ্ব। একই অবস্থা বাংলাদেশের শহর-বন্দর গ্রামগঞ্জেও। বহু বাড়ি-ঘর অলিগলিতে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের পতাকা। এর মধ্যে বেশির ভাগই অবশ্য ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। ঢাকাসহ শহরগুলোর হকারদের হাতে অহরহই এখন দেখা যাচ্ছে বিভিন্ন দেশের পতাকা ও বিক্রিও হচ্ছে ব্যাপক। তবে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের ভিড়ে আলোচনায় এসেছেন বাংলাদেশী এক কৃষক। তার প্রিয় দল জার্মানি। তিনি নিজেই বানিয়েছেন প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার বা প্রায় সাড়ে তিন মাইল লম্বা জার্মান পতাকা। এ পতাকাকে ঘিরে এখন প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ।

মাগুরার ৬৯ বছর বয়স্ক এই কৃষকের নাম আমজাদ হোসেন।

বার্তা সংস্থা এএফপিকে তিনি জানিয়েছেন, ‘গলস্টোনের চিকিৎসায় একসময় তিনি জার্মান হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছিলেন আর এ থেকেই তার জার্মানপ্রেম শুরু।’

২০০৬ সালে জার্মান বিশ্বকাপের দুই বছর পর থেকেই তিনি পতাকা নিয়ে কাজ শুরু করেন এবং এরপরের প্রতিটি টুর্নামেন্টের সময় এর পরিধি বাড়িয়েছেন।

গত মঙ্গলবার তার পতাকাটি প্রদর্শন করা হয় মাগুরায়।

এএফপিকে তিনি বলেছেন, জার্মানি এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠার পর তিনি তার পতাকাটি স্থানীয় স্টেডিয়ামে প্রদর্শন করবেন।
আমজাদ হোসেনের বানানো সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা জার্মান পতাকা, যা প্রায় সাড়ে তিন মাইলের সমান

তিনি বলেন, “আমি জার্মান ফুটবল ভালোবাসি। তারা চমৎকার ফুটবল খেলে।”

অবশ্য পতাকা নিয়ে এবারেই তিনি প্রথম শিরোনাম হননি।

২০১৪ সালের বিশ্বকাপের সময় তার পতাকাটি ছিল সাড়ে তিন কিলোমিটার।

তখনই তিনি আলোচনায় আসেন এবং বিষয়টি নজর কাড়ে ঢাকার জার্মান দূতাবাসেরও। পরে তাকে জার্মান জাতীয় দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ দেয়া হয়। সাথে পান একটি জার্সি, একটি ফুটবল ও একটি সার্টিফিকেটও। – বিবিসি

আরো পড়ুন : সেই ব্রাজিল-ভক্তের মৃত্যু!

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের সখীপুরে সেই ব্রাজিল ভক্তের মৃত্যুরণ করেছেন। উপজেলার প্রতিমা বংকী গ্রামের কুয়েতপ্রবাসী বছির উদ্দিনের ছেলে ব্রাজিলের সমর্থক রাশেদ হাসান (১৪) মৃত্যু হয়েছে। দীর্ঘ এক সপ্তাহ গুরুতর অসুস্থ থেকে সেই ব্রাজিল ফুটবল দলের ভক্ত রোববার রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।

গত ২৮ মে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে উঁচু গাছ থেকে ছিঁটকে পরে চলন্ত বাসের চাকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। রাশেদ হাসান উপজেলার প্রতিমা বংকী সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাশেদ হাসান তার দুই সহযোগী ব্রজিল ভক্ত বন্ধুদের নিয়ে গত ২৮ মে সোমবার সকালে উপজেলার প্রতিমা বংকী বাজারে ব্রাজিল ফুটবল দলের পতাকা নিয়ে আসে। তাদের মধ্যে রাশেদ হাসান সখীপুর-ঢাকা সড়কের পাশে সবচেয়ে উঁচু মেহগনি গাছে ওই পতাকা টাঙাতে উঠে। পতাকা বাঁধতে গিয়ে পা ফসকে সে নিচে সড়কে চলন্ত বাসের সামনে ছিঁটকে পড়ে। বাসের ড্রাইভার তাকে বাঁচাতে বাসটি কড়া ব্রেক করলেও রাশেদ হাসান বাসের সামনের চাকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৭ দিন চিকিৎসার পর রোববার রাতে তার মৃত্যু ঘটে।

আরো পড়ুন : ব্রাজিল ভক্তদের নিয়ে সাজুর ধামাকা

আর মাত্র সাত দিন পরেই পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপ ফুটবলের। ইতোমধ্যে এ নিয়ে বাংলাদেশের সোস্যাল মিডিয়াগুলোতে ভক্তদের মধ্যে বিরাজ করছে নতুন উত্তেজনা। তারই ধারাবাহিকতায় ব্রাজিল ভক্তদের জন্য নতুন ধামাকা নিয়ে আসছেন ক্লোজআপ তারকা সাজু আহমেদ। ফুটবল উন্মাদনা আরো বাড়িয়ে দিতে ‘ব্রাজিল গর্জে উঠো’ শিরোনামে একটি প্রোমোশনাল গানের ভিডিও নির্মাণ করা হবে।

গানটি গেয়েছেন সাজু। এতে আরো কণ্ঠ দিয়েছেন যাযাবর ব্যান্ডের ভোকালিস্ট ক্যাপ্টেন। শাহিন ওয়াহিদের মিউজিকে গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক আকাশ নিবির।

গানটি প্রসঙ্গে সাজু জানায়, এবার ঈদ এবং বিশ্বকাপ ফুটবল একই সাথে আসছে। তাই ভক্তদের মধ্যে উত্তেজনা অন্যরকম। সেই উত্তেজনা আরো বাড়িয়ে দিতে আমরা গানটি করেছি। এ গানটির মাধ্যমে বাংলাদেশের ব্রাজিল ভক্ত ও আমার গানের শ্রোতাদের মনে ফুটবল দিয়ে নতুন উন্মাদনা তৈরি হবে বলে আশা করি। প্রসঙ্গত, ব্রাজিল ভক্তদের প্রোমোশনাল গানের মডেল হিসেবে থাকবেন চিত্রনায়ক জয় চৌধুরী, সানজিদা তন্ময় ও মডেল জারা। এর পাশাপাশি বাংলাদেশের কয়েকজন চিত্রনায়ক, পরিচালক, বিনোদন সাংবাদিকসহ কয়েকজন প্রযোজক। অন্য দিকে গানটিতে একটি অতিথি চরিত্রে দেখা যাবে ব্রাজিলভক্ত শিল্পী সমিতির সভাপতি ও বাংলাদেশের খল-অভিনেতা মিশা সওদাগরকে।