পাক শিবিরে কোচকে ঘিরে চরম বিশৃঙ্খলা

হটাৎ পাকিস্তান ক্রিকেট শিবিরে দেখা দিল বিশৃঙ্খলা। পদত্যাগ করতে যচ্ছেন সরফরাজদের ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন। মূলত বোর্ডের সঙ্গে নিজের মতাদর্শের মিল না হওয়ায় দায়িত্ব ছাড়ছেন এই সাবেক অজি উইকেট রক্ষক ব্যাটসম্যান।

অনেকদিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে মন কষাকষি চলছে রিক্সনের। পাকিস্তানি মিডিয়ার মতে, পিসিবি তাকে লাহোরে থাকার জন্য ভালো কোনো বাসা দেয়নি। যা দিয়েছে ওইখানে ইন্টারেনেট সংযোগ অনেক ধীরগতির। নিরাপত্তার ব্যাপারেও প্রশ্ন তুলেছেন তিনি।

তবে দায়িত্ব ছাড়ার ব্যাপারে আরো কারণ রয়েছে তার। সঠিক সময়ে প্রদান করা হয় না তার পারিশ্রমিক। তার অভিযোগ গেল কয়েক মাস ধরে নাকি দেরিতে পারিশ্রমিক দেয়া হচ্ছে তাকে।

সময়মত পারিশ্রমিক না পাওয়ায় লিডস টেস্টে দলের সঙ্গে যোগি দেননি তিনি। যে দিন যোগ দেননি সেদিনই তাকে পারিশ্রমিক দেয়া হয়। পরে দলের সঙ্গে যোগ দেন সরফরাজদের গুরু।

ওই দিন ইংলিশ উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলারের ক্যাচ মিস করেন হাসান আলী। এমনকী ক্যাচ মিসের পরে বল চলে যায় সীমানার বাইরে। এই দৃশ্য দেখে রেগে যান রিক্সন। ড্রেসিং রুমে সাফ জানিয়ে দেন স্কটল্যান্ডের সাথে দুটি টি-টোয়েন্ট ম্যাচের পর দায়িত্ব ছাড়বেন তিনি।