এবার মিডিয়ার সামনে প্রকাশ্যে বোমা ফাটালো পাপন.. যার জন্য আজ বাংলাদেশ দলের এই অবস্থা? সবার সামনে নাম প্রকাশ করলেন পাপন

আফগানিস্তানের কাছে সিরিজে হোয়াইটওয়াশ হবে এটা কোনদিন সপ্নেও কল্পনা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দলের ভক্তরা। আর সেটাই হতে যাচ্ছে।

আজ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। আগের দুই ম্যাচে হেরে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। আর আজ হারলে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হবে টাইগাররা।

নিদাহাস টি-টুয়েন্টি সিরিজে কি দুর্দান্ত পারফম্যান্স ছিল টাইগারদের। মার্চে শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সেই সিরিজের পর আড়াই মাস জাতীয় দলের কোনো খেলা ছিল না। আফগানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে শুরু হলো টাইগারদের ব্যস্ততা।

কিন্তু দেরাদুনে একেবারে ছন্নাছাড়া বাংলাদেশ। আফগানিস্তানের মতো দলের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরেছে বাংলাদেশ। শুধু সেই লজ্জা নয়, হারের ধরনগুলোও সমর্থকদের মধ্যে কাঁটা হয়ে বিঁধছে। টাইগারদের এমন পারফম্যান্স দেখে দলের মধ্যে সমস্যার গন্ধ পাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

টানা দুই ম্যাচে হার। টাইগারদের এমন চিত্র যে বিসিবি বসের মনটাই খারপ করে দিয়েছে তা তিনি গোপন রাখলেন না সংবাদ মাধ্যমের কাছে। বুধবার পাপন তাই প্রথমেই বললেন, ‘মন খারাপ কার না হবে।

কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যদি ১২০-১৩০ রান করে টি-টোয়েন্টিতে জেতার আশা করে কেউ, আমার মনে হয় সেটা ঠিক হবে না। এটা খুবই কম স্কোর। আফগানিস্তানের বোলিং হতে পারে খুব ভালো। রশিদ খান বিশ্বমানের, কেউ অস্বীকার করে না। তারপরও ১৫০-১৬০ হবে না এটা কখনো মনে হয়নি।’

উইকেটে ব্যাটসম্যানদের সেট হয়েও ফিরে আসা, সিনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্স সব কিছু ভাবাচ্ছে পাপানকে, ‘যখনই মনে হচ্ছে আমরা সেট হচ্ছি, বড় স্কোরের দিকে যাচ্ছে তখনই উইকেট থ্রো করে দিয়ে আসছি।’ যে রশিদ খানকে নিয়ে এতো আলোচনা, এতো ভয় তাকেই ছক্কা মারতে গিয়ে আউট হচ্ছেন কেউ কেউ।

টাইগারদের পারফরম্যান্সের এসব নানা দিক নিয়ে ভাবনা থেকেই দলের মধ্যে সমস্যার আঁচ পাচ্ছেন বিসিবি প্রধান পাপন। তিনি বলেন, ‘মনে হচ্ছে তাদের কোনো সমস্যা নিশ্চয়ই হচ্ছে। আমরা যে দল চিনি এটা সেই দলের মতো না। নিশ্চয়ই সমস্যা আছে।’

কিন্তু এই সমস্যাটা কেন হচ্ছে? এটি ভাবকে গিয়ে হাতুরুসিংহের কড়া শাসন থেকে টাইগারদের মুক্তি পাওয়াকেই একটা কারণ মনে হচ্ছে নাজমুল হাসান পাপনের, ‘আসলে এটা খুব হতাশজনক। নিদহাস ট্রফির আগে বাংলাদেশে যে সিরিজটা হলো, একেবারে সেটির পুনরাবৃত্তি দেখেছি।

একটা জিনিস হতে পারে। যেহেতু হাতুরু সিদ্ধান্ত একা নিজে নিত আগে। ওদের একদম কঠোর নিয়ম কানুন মেনে চলা, রাগি (হাতুরুসিংহে)….। এইরকম একটা পরিবেশ থেকে হুট করে মুক্ত একটা পরিবেশ পেলে যা হয় তাতে করে হয়তো সমস্যা হতেও পারে।’