বিশ্বকাপের প্রস্তুতি পর্বটা ভালো হলো না এবারের আসরের সবচেয়ে কঠিন গ্রুপে পড়া নাইজেরিয়ার। বিশ্বকাপে অযোগ্য চেক প্রজাতন্ত্রের কাছে ১-০ গোলে হেরেছে তারা।
রাশিয়ার যাওয়ার আগে এ নিয়ে টানা দুটি প্রস্তুতি ম্যাচে হারের মুখ দেখলো নাইজেরিয়া। এ ম্যাচের ২৫ মিনিটে চেকের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন টমাস কালাস। এরপর নাইজেরিয়া বেশ কয়েকটি সম্ভাবনা জাগালেও আর গোলের দেখা পায়নি।
আগামী ১৬ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে নাইজেরিয়া। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ আর্জেন্টিনা ও আইসল্যান্ড।