টিম প্রোফাইল: ব্রাজিল

দুয়ারে ফিফা বিশ্বকাপ ২০১৮। শেষ প্রস্তুতিতে ৩২টি দেশ। চূড়ান্ত স্কোয়াড নিয়ে প্রস্তুতি শিবিরে নিবিড় অনুশীলন ছাড়াও প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে সবাই। এক ঝলকে দেখে নেওয়া যাক পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের টিম প্রোফাইল চোখ বুলিয়ে নেওয়া যাক স্কোয়াড, সূচি ও ব্রাজিলের ঝকঝকে বিশ্বকাপ ইতিহাসেও।

ব্রাজিল (গ্রুপ-ই)

ফিফা ব়্যাংকিং: ২
বিশ্বকাপ খেলছে: ২১ বার
প্রথম বিশ্বকাপ: ১৯৩০ (গ্রুপ লিগ, ষষ্ঠ স্থান)
শেষ বিশ্বকাপ: ২০১৪ (সেমিফাইনাল, চতুর্থ স্থান)
সেমিফাইনালে উঠেছে: ১১ বার
ফাইনালে উঠেছে: ৭ বার
চ্যাম্পিয়ন হয়েছে: ৫ বার
সেরা ফল: চ্যাম্পিয়ন (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২)
পরিসংখ্যান: ম্যাচ-১০৪, জয়-৭০, ড্র-১৭, হার-১৭, গোল করেছে-২২১, গোল হজম-১০২

কোচ: তিতে

তারকা ফুটবলার: নেইমার