নেইমারকে রিয়ালের প্রয়োজন নেই: রোনালদো

রোনালদো রিয়াল ছাড়ছেন এমন গুঞ্জন শোনা গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর। কিন্তু সেই গুঞ্জন এখন পর্যন্ত বাস্তবে পরিণত হয়নি।

এমন সময়ে আরোও একটি গুঞ্জন বেশ ভালভাবেই ডানা মেলেছে যে, নেইমার আসছেন রিয়ালে। তবে মাদ্রিদ প্রাণভোমরা রোনালদো মনে করেন ‘নতুন কারও প্রয়োজন নেই’। এমনটিই বলা হয়েছে মিডিয়াপোস্ট২৪ এর এক প্রতিবেদনে।

প্রতিবছর সিজন শেষে দলবদলের সুযোগ থাকে খেলোয়াড়দের এবং কোন দল চাইলে শর্তপূরণ সাপেক্ষে কোন খেলোয়াড়কে কিনে নিতে পারে। এবারও সিজন শেষে কিছুদিনের মধ্যেই গ্রীষ্মকালীন দলবদল শুরু হবে ক্লাবভিত্তিক দলগুলোর। এমন দলবদলের সময় রোনালদোর রিয়াল ছাড়ার গুঞ্জনসহ নেইমার রিয়ালে যোগ দিচ্ছেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। সাবেক রিয়াল কোচ জিনেদিন জিদান থেকে শুরু করে দলের সভাপতি ও বিভিন্ন খেলোয়াড়েরাও নেইমারের রিয়ালে আসার ব্যাপারে কথা বলেছেন।

সম্প্রতি এ ব্যাপারে কথা বললেন সি আর সেভেন। তিনি সরাসরি বলেন, ‘নেইমারকে রিয়ালে দেখার কোন কারণ নেই কেননা রিয়ালে যত খেলোয়াড় আছে তারাই যথেষ্ট। নতুন কারোও প্রয়োজন নেই। তাছাড়া, রিয়াল মাদ্রিদে ইতিমধ্যেই সেরা কিছু খেলোয়াড় আছে; বেল, বেনজামা, এসেনসিও…সবাই আছে।’

ক্লাব মৌসুমে দীর্ঘদিন কাটানোর পরপরই পরিবারের সাথে কিছুদিন অবসর সময় কাটান এই তারকা। তাই রাশিয়া বিশ্বকাপ অনুশীলনটাও শুরু করেছেন দেরিতে। গতকাল দলের সাথে প্রথমবারের মত অনুশীলনে যোগ দেন তিনি। সেখানেই অন্যান্য প্রসঙ্গের সাথে সাথে কথা বলেন নেইমারের ব্যাপারে।

নেইমার এবং রোনালদো একই পজিশনে খেলেন। যদিও বর্তমানে রোনালদো বাঁ উইং থেকে অনেকটাই স্ট্রাইকারের ভূমিকায় খেলেন। তাই বলা যেতেই পারে রোনালদো-নেইমার একই দলে খেলার সম্ভাবনা অনেকটাই কম। তবে রোনালদোর সাবেক গুরু জিজু বলেছেন নেইমার রোনালদো একসাথে খেললে কোন সমস্যা নেই। কিন্তু রোনালদোর দল ছাড়ার গুঞ্জন যদি সত্যি হয় তাহলে অবশ্যই নেইমারকে দলে টানতে চাইবে রিয়াল।