বিশ্বকাপ শুরুর আগেই জার্মানি দলে দ্বন্দ্ব!

রাশিয়া বিশ্বকাপ নিয়ে ফুটবলপ্রেমীদের জল্পনা-কল্পনার শেষ নেই। তর্ক-বিতর্ক ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। আর ফেভারিটদের সেই তালিকায় অন্যতম জার্মানি। তবে এরই মধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলে দেখা দিয়েছে দ্বন্দ্বের গন্ধ।

একটা সময় মনে করা হচ্ছিল মার্ক-আন্ড্রে টের স্টেগেনই হবেন বিশ্বকাপে জার্মানির একনম্বর গোলকিপার। কিন্তু সুস্থ হতেই মানুয়েল নয়ার সেই জায়গাটা ছিনিয়ে নিয়েছেন!‌ বলা যায়, কোচ জোয়াকিম লো-ই জায়গাটা দিয়েছেন। জার্মানির কোচের এই সিদ্ধান্তে সত্যিই হতাশ স্টেগেন। তবে তিনি দল আর নয়ারকে সাহায্য করতে পুরোপুরি তৈরি।

পায়ে অস্ত্রোপচার হওয়ায় গত সেপ্টেম্বর থেকে একটাও প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি নয়ার। সেখানে গত দুই মৌসুমে বার্সেলোনায় দুরন্ত পারফরমেন্সের জোরে উজ্জ্বল স্টেগেন। তাও কেন ‘‌স্টার্টিং গোলকিপার’‌-এর জায়গাটা লো দিলেন না?‌

স্টেগেন বলেছেন, ‘‌সারা মৌসুম খেলার পর, সর্বোচ্চ পর্যায়ে নিজেকে মেলে ধরার পর, এই ধরণের সিদ্ধান্ত হলে হতাশ লাগে। হ্যাঁ, আমি হতাশ হয়েছি। তবে জেনে রাখুন, নয়ারকে আমি সবরকম সাহায্য করব। দলকে বিশ্বকাপ এনে দেওয়ার জন্য যা যা করা দরকার করব।’‌ ‌

উল্লেখ্য, গত বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন নয়ার। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ের পিছনে তারও অবদান ছিল। শুধু গোলরক্ষাই নয়, আক্রমণেও সাহায্য করতেন সতীর্থদের। সেই নয়ারের বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে তা কেটেছে। কিন্তু তাতে আবার হতাশ হয়ে পড়লেন টের স্টেগেন।