ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল করায় আর্জেন্টিনাকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। এর আগে ম্যাচটি হলে মেসিদের জার্সি পোড়ানোর হুমকি দিয়েছিলেন ফিলিস্তিন ফুটবল প্রধান জিবরিল রজব।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) আন্তর্জাতিক ডিরেক্টর সুসান সালাবি বলেছেন, আমরা ম্যাচ বাতিলের খবর পেয়েছি, কিন্তু অফিসিয়ালি নিশ্চিত হইনি। যদি নিশ্চিত হই, তাহলে আমাকে বলতে হবে এটা আর্জেন্টিনার দলের মহান সৌজন্যর অংশ। সেই সঙ্গে এটাও বলবো যে, তারা নিজেদের রাজনৈতিক সরঞ্জাম হিসাবে অন্যের কাছে ধার দেয় না।
সালাবি আরো বলেন, ইসরায়েলি দখলদারিত্বকে সমর্থন করার জন্য তার হাতিয়ার হিসাবে মেসির দলের ব্যবহার হওয়া উচিত নয়। এই সিদ্ধান্ত রাজনীতি এবং খেলাধুলাকে আলাদা রাখার সুন্দর উদাহরণ।
ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে শতশত মানুষ নিহত হওয়ার পাশাপাশি আহত হচ্ছেন। মে মাসের শুরুতেও গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত এবং কয়েক হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিরা আর্জেন্টিনাকে ইসরাইলে না আসতে আহ্বান জানাচ্ছিল।
দেশটির ফুটবল প্রধান দুইদিন আগে বলেন, মেসি ইসরাইলে খেললে তার জার্সি এবং ছবি পোড়ানো হবে।