টাঙ্গাইলে সন্তানকে নিয়ে সৌদিপ্রবাসীর স্ত্রী ট্রেনের নিচে ঝাঁপ!

টাঙ্গাইলে শিশুপুত্রকে নিয়ে এক মা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার গড়াসিন গ্রামে ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেলপথে এ ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম বৃষ্টি আক্তার (২০)। তিনি সদর উপজেলার নামদার কুমুল্লী গ্রামের সৌদিপ্রবাসী শাহীনুল ইসলামের স্ত্রী। তার বাবার বাড়ি গড়াসিন গ্রামে।

স্থানীয়রা জানান, বৃষ্টি আক্তারের সঙ্গে তার স্বামীর বাড়ির লোকজনের সঙ্গে কলহ চলছিল। তিন দিন আগে রাগ করে তিনি বাবার বাড়ি চলে এসেছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বৃষ্টি তার শিশুপুত্র ফাহাদকে নিয়ে তাদের এলাকার রেললাইনে যান।

এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় এর নিচে সন্তানকে নিয়ে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

উপজেলার করটিয়া ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টাঙ্গাইলের স্টেশন মাস্টার জালাল উদ্দিন জানান, ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর নিহতদের লাশ তার পরিবারের লোকজন নিয়ে গেছে।