ইমরানের ফেসবুকে- গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটক করেছে র্যাব। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগ থেকে তাকে আটক করা হয়।
পূর্বঘোষিত কর্মসূচিতে আসার পর সাদা পোশাকে র্যাবের কয়েকজন সদস্য তার সঙ্গে কথা বলেন। এরপর সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় র্যাব।
এদিকে ইমরানকে গ্রেফতার করার পর পরই তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পেইজ এডমিন।
তিনি পোস্টে জানান, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাবেশের উদ্দেশ্যে শাহবাগ এসে পৌঁছালে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে র্যাব।’