‘১টি ক্ষেপণাস্ত্রের আঘাত ১০টি দিয়ে জবাব দেবে ইরান’

আবারো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরুর প্রস্তুতি নিতে ইরানের পরমাণু শক্তি সংস্থাকে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। শত্রুদের যেকোনো হামলার কড়া জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানিয়েছেন, বর্তমান পরমাণু চুক্তির মাধ্যমেই ইরানকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে, পরমাণু চুক্তির সব শর্ত মেনে চলছে তেহরান।

ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে ইউরোপ সফরের শুরুতেই ধাক্কা খেলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। সোমবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক করেন সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী।

নেতানিয়াহু চুক্তির আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরী করছে বলে দাবি করলেও জার্মান চ্যান্সেলর জানিয়ে দেন, বর্তমান চুক্তি থেকে জার্মানি বেরিয়ে যাবে না। তবে, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিতে জার্মানি কাজ করবে বলে জানান তিনি।

জার্মানির সঙ্গে তাল মিলিয়ে চীন জানিয়েছে, বর্তমান চুক্তি অনুযায়ী ইরানের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে বেইজিং। সোমবার চীনা পররাষ্ট্র দফত জানায়, বেইজিং ইউরোপের সঙ্গে একজোট হয়ে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির সব শর্ত মেনে চলবে। ইরানের সঙ্গে চীনের স্বাভাবিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকবে বলেও জানানো হয়।

এদিকে চুক্তির শর্ত অনুযায়ী ইরান পরমাণু কর্মসূচি সীমিত রেখেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আই.এ.ই.এ। সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়, সংস্থাটির প্রধান পরমাণু কর্মসূচির বিষয়ে ইরানকে আরো তথ্য সরবারহের আহ্বান জানান।

বিশ্বশক্তিবর্গ যখন ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে দ্বিধা-বিভক্ত, তখন চুক্তি সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নিতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। সোমবার ইরানের ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনি’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, চুক্তির বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ইতিবাচক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে, আবারো ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করা হবে। ইরানের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা অতীতের যেকোন সময়ের থেকে অনেক শক্তিশালী বলেও দাবি করেন খামেনি।

তিনি বলেন, ‘কিছু দেশ চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে সময়ক্ষেপণ করছে বলে আমার ধারণা। ইউরোপীয় ইউনিয়ন যদি চূড়ান্তভাবে কোন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা এক লক্ষ ৯০ হাজার এস.ডাব্লিউ.ইউ-তে উন্নীত করার যাবতীয় প্রস্তুতি নিতে আমি পরমাণু শক্তি কমিশনকে নির্দেশ দিয়েছি। ইরানে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে, ১০ টির মাধ্যমে তার জবাব দেওয়া হবে।’