ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটিতে বুধবার একটি অস্ত্রাগারে বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে।
বাগদাদের নিরাপত্তা অভিযান কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘একটি অস্ত্রাগার বিস্ফোরিত হয়েছে। নিরাপত্তা বাহিনী এর কারণ জানতে একটি তদন্ত শুরু করেছে।’ খবর এএফপি’র।
নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, রকেট চালিত গ্রেনেড ও গোলাসহ ভারী অস্ত্রের গুদামে এই বিস্ফোরণ ঘটে।
তিনি বলেন, এই বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত ও ৩২ জন আহত হয়েছে। হাসপাতাল সূত্রগুলো নিহতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
সূত্রগুলো আরো জানায়, বাগদাদের উত্তরপূর্বাঞ্চলীয় জেলার একটি শিয়া মসজিদের কাছে এই বিস্ফোরণ ঘটে।