ফ্রিজে রাখা প্যাকেটজাত ডালিম খেয়ে অস্ট্রেলিয়াতে এক নারী মারা গেছে। ওই হিমায়িত ডালিম থেকে ‘হেপাটাইটিস এ’ আক্রান্ত হয়ে তিনি মারা যান। খবর বিবিসি।
দক্ষিণ অস্ট্রেলিয়ায় গত সপ্তাহে ৬৪ বছরের ওই নারী মারা যান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এটি অস্বাভাবিক ঘটনা।
স্থানীয় প্রশাসন ‘হেপাটাইসিস এ’ সম্পর্কে আগেই সতর্ক করেছিল। এ রোগে আক্রান্ত হওয়া ২০তম ঘটনা। প্যাকেটজাত ডালিম ও ফ্রিজ অনুসন্ধান করতে চায় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ বলছে, ডালিমের ২ হাজার প্যাকেট মিসর থেকে এসেছে। তবে এ ডালিম অস্ট্রেলিয়ার নয়।