কাতারের উপর সৌদির অবরোধের পর দুই দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে উমরাকারীদের বহনকারী কাতার এয়ারলাইন্স এ বছর সরাসরি সৌদি যাওয়া অনুমতি পেয়েছে।
খবর আনাদলু এজেন্সি জানিয়েছে, রোজার শেষ ১০ দিন কাতারের অধিবাসীদের জন্য সৌদিতে ওমরাহ করার অনুমতি দেয়া হয়েছে। এ সময় অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে কাতার এয়ারলাইন্স আসতে পারবে।
মঙ্গলবার সৌদির হজ ও ওমরাহ-সংক্রান্ত মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারের স্থায়ী বাসিন্দারা সৌদিতে ভ্রমণের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। গত বছরের জুন থেকে কাতারের ওপর সব ধরনের অবরোধের পর সেখানে সরাসরি বিমান চলাচলও বন্ধ রয়েছে।
জযাত্রীরা সরাসরি বিমানে করে হজ করতে আসতে পারত না। সৌদি সংবাদ সংস্থা জানায়, আবেদনকারী ভিসার জন্য অবশ্যই অনলাইনে দোহার সৌদি অ্যাম্বাসিতে আবেদন করতে হবে। এটাই প্রথম ঘটনা এক বছরের মধ্যে দুদেশের সম্পর্ক অবনতির পর কাতারের ওমরাহ পালনকারীদের জন্য সৌদিতে আসার অনুমতি দিয়েছে।