আহমেদ ইবনে সুলায়মান সৌদি আরবের নতুন শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সুলায়মান আল-রাজহির তৃতীয় সন্তান আহমেদ। সৌদি চেম্বার অব কমার্সের প্রধানও তিনি।
খুব শূন্য থেকে উঠে আসা মানুষ হিসেবে তাঁকে নিয়ে রয়েছে নানান কিংবদন্তি! সংক্ষিপ্ত নাম ‘আল-রাজহি’।
সুপরিচিত এই ব্যবসায়ী সৌদি আরবে নেতৃত্ব দানকারী ব্যাংক ‘আল রাজহির’ সত্বাধিকারী। বিভিন্ন খাতে আল-রাজহি গ্রুপের ব্যবসার তালিকা বেশ দীর্ঘ-ই হবে ।